Advertisement
মণ্ডপে থিমের লড়াই, প্রতিমায় সাবেকিয়ানা, আলো ঝলমলে চন্দননগরে জমজমাট জগদ্ধাত্রী পুজো
ঘুরে দেখবেন নাকি চন্দননগরের পুজো?
করোনার প্রকোপে দু'বছর থমকে ছিল উৎসব। এবার জগদ্ধাত্রী পুজোয় চেনা মেজাজে চন্দননগর। ফিরেছে সেই চেনা ভিড়।
সপ্তমীর সকাল থেকেই ঢাকের আওয়াজের সঙ্গে সঙ্গে মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড়। জনতার ভিড়ে যানবাহন চলাচল স্তব্ধ।
চন্দননগর ও ভদ্রেশ্বরের মণ্ডপ থেকে পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপ গড়া হয়েছে পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে।
মানকুণ্ডু, নিয়োগীবাগান, নতুনপাড়া, চারমন্দিরতলা, সন্তানসংঘ, উত্তরাঞ্চল, বিবিরহাট হেলাপুকুর, কলপুকুরের ঠাকুর দেখতে অনেকটাই সময় লাগছে।
ভিড় সামাল দিতে রাস্তায় প্রচুর পুলিশ। প্রতি মোড়ে পুলিশ কিয়স্ক। খোলা হয়েছে সহায়তা কেন্দ্র। মানকুণ্ডু, ভদ্রেশ্বর, এবং চন্দননগর স্টেশনেও বিশেষ পুলিশ রাখা হয়েছে। বাইকেও চলেছে নজরদারি।
Published By: Paramita PaulPosted: 07:51 PM Oct 31, 2022Updated: 07:57 PM Oct 31, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
