Advertisement
বৃষ্টি উপেক্ষা করে স্বাধীনতা দিবসে রেড রোডে মুখ্যমন্ত্রী, দেখুন বর্ণাঢ্য উদযাপনের নানা মুহূর্ত
উপস্থিত ছিলেন রাজ্য প্রশাসনের কর্তা ব্যক্তিরা।
৭৯তম স্বাধীনতা দিবস উদযাপনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে পতাকা উত্তোলন করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। উপস্থিত ছিলেন রাজ্য প্রশাসনের কর্তা ব্যক্তিরা।
ও আমার দেশের মাটি, তোমার 'পরে ঠেকাই মাথা...। বৃষ্টি উপেক্ষা করে জাতীয় পতাকা উত্তোলনের পর সম্মান জানাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা। ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। এছাড়াও ছিলেন রাজ্য পুলিশের একাধিক কর্তা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা রেড রোড চত্বর।
রেড রোডে আয়োজিত কুচকাওয়াজে অংশ নেয় কলকাতা ও রাজ্য পুলিশের বিভিন্ন ব্যাটেলিয়ন। মুখ্য়মন্ত্রীর গাওয়া গানও শোনা যায় এদিনের অনুষ্ঠানে।
স্বাধীনতা দিবসের মঞ্চে সম্প্রীতির বার্তা। ভারত ধর্মনিরপেক্ষ দেশ। সেই বার্তাই প্রতিফলিত হল রেড রোডে। হিন্দু সন্ন্যাসী থেকে মুসলিম, শিখ, খিস্ট্রান সব সম্প্রদায়ের প্রতিনিধিরা হাতে হাত রেখে দিলেন সম্প্রীতির বার্তা।
কলকাতার দুর্গাপুজো এখন বিশ্বজনীন। পেয়েছে ইউনেসকোর ইনটেনজেবল কালচারাল হেরিটেজের স্বীকৃতি। রেড রোডে এদিন দুর্গারমূর্তি নিয়েও হল শোভাযাত্রা।
স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুল। পড়ুয়ারা কুচকাওয়াজ করে। শুধু কলকাতা নয়, জেলা থেকেও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশ নেয়।
Published By: Subhankar PatraPosted: 02:06 PM Aug 15, 2025Updated: 03:52 PM Aug 15, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
