Advertisement
ওয়ানডে অভিষেকে ম্যাচের সেরা, IPL-এ সর্বকালের লজ্জার রেকর্ড! ক্রিকেটকে বিদায় চেন্নাই তারকার
৪ ফাইনাল খেলেও আইপিএল জিততে পারেননি এই ভারতীয় ক্রিকেটার।
একটা সময় ভারতীয় টিমের সদস্য ছিলেন তিনি। ২০১৫ বিশ্বকাপে খেলেছেন। সেই মোহিত শর্মা এবার ক্রিকেটকে বিদায় জানালেন, কার্যত নিঃশব্দে।
বুধবার ভারতীয় এই পেসার নিজের অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন। ক্রিকেটের সব ফরম্যাট থেকেই অবসর নিয়েছেন মোহিত। সোশ্যাল মিডিয়ায় মোহিত লেখেন, "আমি সব ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি।"
নিজের রাজ্য দল হরিয়ানা থেকে শুরু করে ভারতীয় দলের খেলা। আইপিএলে খেলা। ক্রিকেটের এই জার্নিকে দুর্দান্ত বলে আখ্যা দিয়েছেন মোহিত।
বিদায়বেলায় বিসিসিআই কোচ, সতীর্থ, আইপিএল ফ্র্যাঞ্চাইজি, সব সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানিয়েছেন তারকা পেসার। আরও বলেন, "আমার স্ত্রীর কথাও বলব। সবসময় আমার পাশে ছিল। প্রত্যেকটা মুহূর্তে আমার পাশে ছিল।"
২০১১ সালে হরিয়ানার হয়ে রনজিতে অভিষেক হয় মোহিতের। তার পরের বছর ৭ ম্যাচে ৩৭ উইকেট তুলে নিয়ে ক্রিকেটমহলের নজরে পড়ে যান পেসার। দুবছরের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মোহিতের। নিজের প্রথম ওয়ানডেতে জোড়া উইকেট তুলে ম্যাচের সেরা হন তিনি।
২০১৩ সালে চেন্নাই সুপার কিংসে যোগ দিয়ে আইপিএল যাত্রা শুরু করেন মোহিত। ২০১৪ সালের আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারী হন, জিতে নেন পার্পল ক্যাপ।
চেন্নাইয়ের পর পাঞ্জাবে যোগ দেন মোহিত। ২০১৯ সালে আবার ফেরেন চেন্নাই সুপার কিংসে। কিন্তু ৫ কোটি টাকায় কিনেও পরের মরশুমে তাঁকে ছেড়ে দেয় সিএসকে।
২০২৩ থেকে দুই মরশুম গুজরাট টাইটান্সে খেলেন। গতবছর আইপিএলে গুজরাটের জার্সিতে গড়েন লজ্জার রেকর্ড। এক ম্যাচে ৭৩ রান দেন, যা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ।
Published By: Anwesha AdhikaryPosted: 02:48 PM Dec 04, 2025Updated: 02:48 PM Dec 04, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
