Advertisement
‘বিষ’ বাতাসে নাভিশ্বাস দিল্লিবাসীর! ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজের নির্দেশ বিজেপি সরকারের
বর্তমানে রাজধানীতে জারি রয়েছে জিআরএপি-৩।
দূষণের জেরে ভয়ংকর পরিস্থিতি দিল্লিতে। বাতাসের গুণগত মান বা এয়ার কোয়ালিটি ইনডেস্ক (একিউআই)-এর সূচক ‘ভীষণ খারাপ’ পর্যায়ে পৌঁছে গিয়েছে। গুরুতর এই অবস্থায় এবার পদক্ষেপ করল দিল্লি সরকার।
দিল্লির সমস্ত সরকারি এবং বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে সে রাজ্যের বিজেপি সরকার। বাকি ৫০ শতাংশ কর্মী অফিসে আসবেন।
কয়েকদিন আগেই রাজধানীর সমস্ত স্কুলে ‘বাহ্যিক কার্যকলাপ’ বন্ধ করে দেওয়া হয়। নির্দেশিকায় পরিষ্কার জানানো হয়, দিল্লি-এনসিআরের কোনও স্কুলেই যেন কোনও ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন না হয়। এবার রাজধানীর সমস্ত সরকারি এবং বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজের নির্দেশ দিল দিল্লি সরকার।
দিল্লিতে দূষণ নিয়ন্ত্রণের জন্য চার স্তরীয় পরিকল্পনা রয়েছে ‘কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট’ (সিএকিউএম)-এর। একেই বলে ‘গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান’ (জিআরএপি)।
দিল্লিতে বাতাসের গুণমান ‘খারাপ’ হলে জিআরএপি-১ চালু করা হয়। এই সময় রাস্তায় মাঝেমধ্যে জল ছেটানো হয়। খোলা জায়গায় বর্জ্য পোড়ানো নিষিদ্ধ করা হয়। দূষণের মাত্রা অনুযায়ী ধাপে ধাপে জিআরএপি এক, দুই, তিন সংখ্যা বাড়ে। সেই মতো পদক্ষেপ করা হয়।
বর্তমানে রাজধানীতে জারি রয়েছে জিআরএপি-৩। যদিও পরিস্থিতি বিচার করে জিআরএপি-৪ বিধিনিষেধ জারির কথাও ভাবছে সিএকিউএম।
দীপাবলির পর থেকেই বিষাক্ত হয়ে উঠেছে দিল্লির বাতাস। তাই ‘ক্লাউড সিডিং’-এর ব্যবস্থা করেছিল দিল্লি সরকার। সম্প্রতি তার ট্রায়ালও হয়। কিন্তু বৃষ্টি হয়েছে না-হওয়ার-মতো। অথচ ইতিমধ্যেই তিনটি ব্যর্থ ট্রায়াল বাবদ প্রায় ১.০৭ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। কিন্তু লাভের লাভ কিছু হয়নি। বরং লাফিয়ে বাড়ছে দূষণ।
বায়ুদূষণের প্রতিবাদে রবিবার ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ দেখান দিল্লিবাসীর একাংশ। অভিযোগ, তাঁরা রাস্তায় যান চলাচল বন্ধ করার চেষ্টা করেন। শুধু তাই নয়, পুলিশ কর্তাদের চোখে মরিচগুঁড়ো ছেটানোর চেষ্টা করেন বলেও অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। এরপরই এলাকায় উত্তেজনা আরও বেড়ে যায়। ঘটনায় ১৫ থেকে ২০ জন বিক্ষোভকারীকে আটক করে দিল্লি পুলিশ।
Published By: Subhodeep MullickPosted: 11:52 PM Nov 24, 2025Updated: 12:14 AM Nov 25, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
