Advertisement
সরকারিভাবে 'কর্তব্য পথ' হল দিল্লির রাজপথ, বদলে যাচ্ছে খোলনলচেও, দেখুন ছবি
বুধবার 'কর্তব্য পথ' নামকরণে সরকারি সিলমোহর দিল উত্তর দিল্লি পৌরনিগম।
ইঙ্গিত ছিল আগেই। সেই মতো মোদির ভারতে রাজপথের নাম বদলে রাখা হল 'কর্তব্য পথ'। বুধবার এই বিষয়ে সরকারি সিলমোহর দিল উত্তর দিল্লি পৌরনিগম।
ঔপনিবেশিক শাসনের প্রতীক মুছতেই এই পদক্ষেপ, জানিয়েছে কেন্দ্রীয় সরকার। যদিও কেবল ঔপনিবেশিক শাসনের ছবি বহন করছে না এই রাজপথ বরং বহু ইতিহাসের সাক্ষী।
ইংরেজ আমলে রাস্তার নাম ছিল কিংসওয়ে। ১৯২০ সালে জন্ম যার। রাইসিনা হিল থেকে বিজয় চক হয়ে ইন্ডিয়া গেট পর্যন্ত ছিল রাজপথটি।
১৯১১ সালে কলকাতা থেকে দিল্লিতে সরে যায় রাজধানী। তখনই রাজপথ নির্মাণে হাত দেয় শাসক ইংরেজ। সেই সময় দিল্লি সফরে আসেন ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ।
১৯৪৭। দেশ স্বাধীন হয়। ‘কিংসওয়ে’ হয় রাজপথ। ইংরেজের তৈরি রাজপথে বিগত ৭৫ বছর ধরে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ হয়ে এসেছে।
Published By: Kishore GhoshPosted: 05:13 PM Sep 07, 2022Updated: 05:33 PM Sep 07, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
