Advertisement
৭০০ কোটির স্পনসরশিপ, ক্লাবের অংশীদারিত্ব, আল নাসেরের সঙ্গে নতুন চুক্তিতে কী কী পাচ্ছেন রোনাল্ডো?
প্রত্যেক বছর আনুমানিক ১৯৯৯ কোটি টাকা বেতন পাবেন রোনাল্ডো।
আগামী মরশুমে আল নাসেরেই থাকছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি প্রো লিগের ক্লাব আল নাসেরের সঙ্গে দু’বছরের চুক্তিতে সই করেছেন সিআর৭।
২০২৭ সাল পর্যন্ত সৌদির ক্লাবেই থাকবেন রোনাল্ডো। আল নাসেরের সঙ্গে নতুন চুক্তির কথা শেয়ার করে রোনাল্ডো লেখেন, ‘একটি নতুন অধ্যায় শুরু হল। একই আবেগ, একই স্বপ্ন। আসুন একসঙ্গে ইতিহাস তৈরি করি।’
তবে কত অঙ্কের চুক্তি সই করেছেন পর্তুগিজ মহাতারকা? সেই নিয়ে সরকারিভাবে কিছু জানা যায়নি। তবে টকস্পোর্টস নামে এক ওয়েবসাইটের দাবি, প্রত্যেক বছর ১৭৮ মিলিয়ন পাউন্ড বেতন পাবেন রোনাল্ডো। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ আনুমানিক ১৯৯৯ কোটি।
বার্ষিক বেতন ছাড়াও রোনাল্ডোর সঙ্গে আল নাসরের চুক্তিতে আরও বেশ কিছু শর্ত রয়েছে। তার মধ্যে অন্যতম হল চুক্তি সই করার বোনাস। প্রথম বছর ২৮৮ কোটি টাকা বোনাস পাবেন রোনাল্ডো। দ্বিতীয় বছরে এই অঙ্কটা বেড়ে দাঁড়াবে ৪৪৬ কোটিতে।
২০২২ সালে রোনাল্ডো আল নাসেরে যোগ দিয়েছিলেন। কিন্তু তারপর থেকে একবারও সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন হতে পারেনি আল নাসের। কিন্তু আগামী দু'বছরে যদি আল নাসের সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন হতে পারে তাহলে ৯৪ কোটি টাকা বোনাস পাবেন সিআর সেভেন।
আসন্ন এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে আল নাসের চ্যাম্পিয়ন হলেও বড়সড় বোনাস পাবেন রোনাল্ডো। ৫ মিলিয়ন পাউন্ড (ভারতীয় মুদ্রায় ৫৮ কোটি টাকা) বোনাস পাবেন। সঙ্গে যদি গোল্ডেন বুট জেতেন তাহলে আরও ৪৭ কোটি টাকা পাবেন রোনাল্ডো।
সেঅর্থে ম্যাচ ফি দেওয়া হবে না রোনাল্ডোকে। তবে তিনি যদি গোল করেন, তাহলে ৯৪ লক্ষ টাকা পাবেন। গোলে অ্যাসিস্ট করলে পাবেন ৪৭ লক্ষ টাকা। দ্বিতীয় বছরে এই দু'টি অঙ্কের পরিমাণ বাড়বে ২০ শতাংশ করে।
টকস্পোর্টসের খবর অনুযায়ী, এবার আল নাসেরর অংশীদারিত্বও দেওয়া হয়েছে রোনাল্ডোকে। ক্লাবের ১৫ শতাংশ শেয়ার পেয়েছেন সিআরসেভেন। ওই শেয়ারের আনুমানিক মূল্য ভারতীয় মুদ্রায় ৩৮৮ কোটি টাকা।
Published By: Anwesha AdhikaryPosted: 01:27 PM Jun 27, 2025Updated: 01:27 PM Jun 27, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
