Advertisement
কেউ পেলেন ৪৬৩৩ শতাংশ বেশি, কারও বাড়ল ২৭০০ শতাংশ, আইপিএলে অপ্রত্যাশিত আয় কাদের?
বিদেশি তারকাদের ভিড়ে 'লক্ষ্মীলাভ' দেশীয় অখ্যাত ক্রিকেটারদের।
আইপিএল ২০২৬-র মিনি নিলাম শেষ। এবারের নিলামে বিক্রি হলেন ৭৭ জন প্লেয়ার, যার মধ্যে ২৯ জন বিদেশি। সব মিলিয়ে খরচ হল ২১৫.৪৫ কোটি টাকা। সবচেয়ে বেশি দাম পেলেন ক্যামেরন গ্রিন। তাঁকে ২৫.২০ কোটি টাকায় কিনল কলকাতা নাইট রাইডার্স।
এখানেই শেষ নয়। অনেকেই অপ্রত্যাশিত দাম পেয়েছেন। কারও দর বেড়েছে ৪৬৩৩ শতাংশ! হ্যাঁ, ঠিক পড়েছেন। বিদেশি নামী তারকা যেমন আছেন, তেমনই ভারতের 'অখ্যাত' ক্রিকেটারও আছেন। একনজরে দেখে নেওয়া যাক, কাদের বিরাট 'প্রাইস হাইক' হল?
প্রশান্ত বীর: ৩০ লক্ষ টাকা ন্যূনতম মূল্যের ক্রিকেটারকে নিয়ে লড়াই করে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। শেষ পর্যন্ত তাঁর দর ওঠে ১৪.২০ কোটি টাকা। তাঁকে কিনে নেয় সিএসকে। অর্থাৎ মূল্য বৃদ্ধি হয়েছে ৪৬৩৩.৩৩ শতাংশ। ২০ বছর বয়সি বাঁ-হাতি স্পিন-বোলিং অলরাউন্ডার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও নজর কেড়েছেন। একটি সেঞ্চুরি করেছেন। স্ট্রাইক রেট ১৭০। তাছাড়াও ৬.৭৬ ইকোনমিতে ৯ উইকেট নিয়েছিলেন। রবীন্দ্র জাদেজার বিকল্প বলে তাঁকে মনে করা হচ্ছে।
কার্তিক শর্মা: ১৪.২০ কোটিতে কার্তিককে তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। ছোট থেকেই ছয় মারার প্রতি তাঁর অসম্ভব আকর্ষণ। ভারতীয় ক্রিকেটে খুব পরিচিত না হলেও, মঙ্গলবারের আইপিএল নিলাম পুরো জীবনটাই যেন বদলে দিয়ে গেল কার্তিকের। আগ্রায় জন্ম হলেও রাজস্থানের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন কার্তিক। আরসিবির ট্রায়ালে কার্তিকের ব্যাটিংয়ের প্রশংসা করছিলেন দীনেশ কার্তিকও। ৩০ লক্ষ থেকে মূল্য বৃদ্ধি হয়েছে ৪৬৩৩.৩৩ শতাংশ।
আকিব নবি: কাশ্মীরি পেসারের ন্যূনতম মূল্য ছিল ৩০ লক্ষ টাকা। তাঁকে দলে নেওয়ার জন্য দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে তুমুল দর কষাকষি চলে। শেষ পর্যন্ত তাঁর দর ওঠে ৮.৪০ কোটি টাকা। তাঁকে কিনে নেয় দিল্লি ক্যাপিটালস। প্রসঙ্গত, তাঁকে দলে নেওয়ার জন্য ঝাঁপিয়েছিল রাজস্থান এবং আরসিবি-ও। অর্থাৎ মূল্য বৃদ্ধি হয়েছে ২৭০০ শতাংশ।
তেজস্বী সিং: তালিকায় কেকেআরের আরেকজন খেলোয়াড় তেজস্বী সিং। যিনি ৩ কোটি টাকায় বিক্রি হয়েছেন। তার ন্যূনতম মূল্য ছিল ৩০ লক্ষ টাকা। যার অর্থ তাঁর মূল্য ৯০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে মুকেশ চৌধুরীকে ৭৬৬.৬৭ শতাংশ মূল্য বৃদ্ধিতে ২.৬ কোটি টাকায় কিনেছে লখনউ সুপার জায়ান্টস।
ক্যামেরন গ্রিন: অস্ট্রেলিয়ার অলরাউন্ডারকে সর্বকালের রেকর্ড ভেঙে ২৫ কোটি ২০ লক্ষ টাকায় কিনে নিয়েছে নাইটরা। আগামী মরশুমে বেগুনি জার্সি গায়ে চাপাবেন গ্রিন। অজি অলরাউন্ডার একদিকে যেমন ব্যাট হাতে ম্যাচের মোড় ঘোরাতে পারেন, তেমনই দরকারে মিডিয়াম পেস বলটাও করেন। তাছাড়া বয়স বেশি না হওয়ায় গ্রিনের মধ্যে ভবিষ্যৎ সম্ভাবনাও রয়েছে। ২ কোটি থেকে ১১৬০ শতাংশ দাম বেড়েছে তাঁর।
মঙ্গেশ যাদব: বাঁহাতি পেসার মঙ্গেশ যাদবকে কিনেছে আরসিবি। ৩০ লক্ষ টাকা থেকে তাঁর দাম উঠল ৫.২ কোটি টাকা। মঙ্গেশকে যশ দয়ালের বিকল্প বলে ভাবা হচ্ছে। অর্থাৎ মূল্য বৃদ্ধি হয়েছে ১৬৩৩.৩৩ শতাংশ।
Published By: Arpan DasPosted: 04:29 PM Dec 17, 2025Updated: 04:42 PM Dec 17, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
