Advertisement
২০২৫ সালের এসব সিনেমা দেখা মানে সময় নষ্ট!
কোন কোন ছবি রয়েছে এই তালিকায় দেখে নিন।
অন্যান্য বছরগুলোর মত ২০২৫ সালেও মুক্তি পেয়েছে একগুচ্ছ বাংলা ও হিন্দি ছবি। সেই ছবির মধ্যে কোনওটা পেয়েছে দর্শকের মনে জায়গা করে নিতে আবার কোনওটা একেবারেই পারেনি। কম বাজেটে নির্মিত বহু ছবি বক্স অফিসে ম্যাজিক দেখিয়েছে। ব্যবসার নিরিখে ভালো নজির যেমন রয়েছে তেমনি রয়েছে বহু অর্থব্যয়ে নির্মিত ছবির মুখ থুবড়ে পড়ার মতো ঘটনাও। এক নজরে দেখে নিন এই তালিকায় রয়েছে কোন ছবি ২০২৫ সালের মুক্তিপ্রাপ্ত কোন ছবিগুলি যা দেখলে হবে আপনার একপ্রকার সময় নষ্ট।
রবীন্দ্রনাথ ঠাকুরের 'মণিহারা', বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'তারানাথ তান্ত্রিক' ও মনোজ সেনের শিকার এই তিন গল্প অবলম্বনে চলতি বছরে নির্মিত হয়েছিল 'ভূতপূর্ব'। ভূতের প্রতি বাঙালির এক আদি অকৃত্রিম টান থাকলেও এই ছবি একেবারেই বাঙালি দর্শকের মনে ধরেনি।
প্রেম-প্রতিশোধ-অ্যাকশনে রক্তাক্ত ট্রেলারে ‘ভয়’ ধরিয়েছিল ‘বাগী ৪’। এই সিনেমাকে ছাড়পত্র দিতে গিয়েই নাকানিচোবানি খাওয়ার জোগাড় সেন্সর বোর্ডের! রক্তাক্ত ও বিতর্কে মোড়া এই ছবি সেভাবে ছাপ ফেলতে পারেনি।
ফ্লপের ফাঁড়া কাটিয়ে ‘এমার্জেন্সি’র ওপেনিং ইনিংসেই ছক্কা হাঁকিয়েছিলেন অভিনেত্রী-প্রযোজক তথা পরিচালক। তবে সব কিছুর পরও কঙ্গনার এই ছবি লম্বা রেসের ঘোড়া হতে পারেনি একেবারেই।
ইতিহাস সমৃদ্ধ ছবি 'কেশরী বীর' ছবিতে সোমনাথ মন্দির রক্ষার গল্প তুলে ধরা হয়েছিল। দেশের ইতিহাস জানার কৌতূহল সকলের মনে থাকলেও এই ছবি সেভাবে নিজের জায়গা তৈরি করতে একেবারেই পারেনি।
দক্ষিণী বিনোদুনিয়ার সুপারস্টার জুনিয়র এনটিআর ও বলিউডের সুপারস্টার হৃতিক রোশন অভিনীত অ্যাকশন ঘটনার ছবি 'ওয়ার ২'। ঠিক যতটা উন্মাদনা তৈরি করেছিল দর্শকের মনে ততটাই আশাহত করেছে মুক্তির পর এই ছবি দেখে একেবারেই মন ভরেনি দর্শকের। দুই যুযুধান শিবিরের অ্যাকশন সিকোয়েন্স দর্শকের মনে ধরেনি সেভাবে।
ঋতাভরী চক্রবর্তী ও শতাব্দী রায় অভিনীত ছবি 'বাৎসরিক' মুক্তি পেয়েছিল চলতি বছরের মাঝামাঝি সময়। ভৌতিক ঘরানার এই ছবিকে ঘিরে প্রথম দফায় উন্মাদনা তৈরি হলেও তা একেবারেই স্থিমিত হয়ে যায় ছবির মুক্তির পর। শতাব্দী রায়ের কামব্যাক ছবি দর্শক মনে একেবারেই দাগ কাটতে পারেনি।
'ফেলু বক্সী' মুক্তি পেয়েছিল বছরের গোড়ার দিকে। সোহম চক্রবর্তী, মধুমিতা সরকার ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি অভিনীত এই ছবি একেবারেই দর্শকের মনে জায়গা করে নিতে পারেনি। সোহমের ফিল্মি কেরিয়ারে এটিই প্রথম গোয়েন্দা ছবি। যা নিয়ে ছবি মুক্তির আগে আশা থাকলেও সেই আশা একেবারেই মাঠে মারা যায় দর্শকের।
Published By: Arani BhattacharyaPosted: 07:06 PM Dec 17, 2025Updated: 07:06 PM Dec 17, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
