শেষ ‘সাবাশ ফেলুদা’র শুটিং, পরমব্রত-ঋতব্রতদের ছবি শেয়ার করলেন পরিচালক অরিন্দম
02:58 PM Mar 20, 2023 | Suparna Majumder
Advertisement
Tap to expand শেষ করেছেন ‘সাবাশ ফেলুদা’র শুটিং। শেষ কয়েকদিনের শুটিংয়ের স্মৃতি দর্শকদের জন্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন পরিচালক অরিন্দম শীল।
Tap to expand সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেনগুপ্তদের পাশাপাশি এবার 'ফেলুদা' হয়ে মগজাস্ত্রের খেলা দেখাবেন পরমব্রত চট্টোপাধ্যায়।
Tap to expand বাংলা সিনেমার দর্শকদের জন্যই চারমিনার হাতে তুলে নিয়েছেন পরমব্রত। গ্যাংটকে হয়েছে বেশ কিছুদিনের শুটিং।
Tap to expand ফেলুদার ছায়াসঙ্গী তোপসে। আর এই চরিত্রে দেখা যাবে ঋতব্রত মুখোপাধ্যায়কে।
Tap to expand পরমব্রত, ঋতব্রত ছাড়াও 'সাবাশ ফেলুদা'য় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন রুদ্রনীল সেনগুপ্ত।
Tap to expand কালো জ্যাকেট পরে পরিচালক অরিন্দমের সঙ্গে শট নিয়ে কথা বলতে ব্যস্ত সৌরসেনী মৈত্র। তিনিও রয়েছেন 'সাবাশ ফেলুদা'য়।