Advertisement
দশেরায় ছবির প্রচার, রাবণ দহনের অনুষ্ঠানে 'সিংহম' অজয়, সঙ্গী করিনা-রোহিত
গদা হাতেও ক্যামেরার সামনে পোজ দেন তিন তারকা।
দিওয়ালির মরশুমে ছবির মুক্তি। প্রচার ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন 'সিংহম এগেইন' ছবির তারকারা। বিশেষ করে অজয় দেবগন ও করিনা কাপুর। নায়ক-নায়িকার সঙ্গী পরিচালক রোহিত শেট্টি।
দিল্লির লভ কুশ রামলীলায় পৌঁছে গিয়েছিলেন অজয়, করিনা, রোহিতরা। নায়ক পরিচালকের পরনে ছিল কালো পোশাক। করিনা সাজেন বেগুনি রঙের লেহেঙ্গায়।
খনও গদা হাতে ক্যামেরার সামনে পোজ দেন তিন তারকা। আবার কখনও ধনুক হাতে রাবণ দহনের অনুষ্ঠানে সম্পন্ন করেন তাঁরা। উপস্থিত সকলকে জানান দশেরার শুভেচ্ছা। আর সেই সঙ্গে সারেন 'সিংহম এগেইন' ছবির প্রচার।
Published By: Suparna MajumderPosted: 11:51 AM Oct 13, 2024Updated: 11:51 AM Oct 13, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ