Advertisement
উদয়পুরের প্রাসাদে রাজকীয় বিয়ে, আমন্ত্রিত ট্রাম্পপুত্র থেকে জেনিফার লোপেজ, পাত্র-পাত্রীকে চেনেন?
জমকালো এই বিয়ে এখন 'টক অফ দ্য টাউন'।
২০২৪ সালে আয়োজিত অনন্ত আম্বানি এবং রাধিকা আম্বানির প্রাক বিবাহের জমকালো আয়োজনের কথা আজও সকলের প্রায় মনে রয়েছে। না ভোলারই কথা। এবার দেশের রাজস্থানে, উদয়পুরের প্রাসাদে বসতে চলেছে আরও এক জমকালো বিয়ের আসর।
এই বিয়ে নাকি আম্বানি পরিবারের বিয়েকেও রীতিমতো টেক্কা দেওয়ার সমান বলে মনে করছে নেটপাড়া। ভাবছেন নিশ্চয়ই এই জমকালো বিয়ের আসর কার?
এই বিয়ের আসর নেত্রা মন্তেনার এবং ভামসি গাদিরাজুর। আর তাঁদের বিয়ের প্রস্তুতি ঘিরেই উদয়পুরে এখন সাজো সাজো রব। কে এই নেত্রা মন্তেনা ও ভামসি গাদিরাজু? জানা যাচ্ছে আমেরিকার শিল্পপতি বলা ভালো 'ফার্মা টাইকুন' ধনকুবের রাজু মন্তেনার কন্যা নেত্রা মন্তেনা।
এই বিয়ের আলোচনায় বারবার ঘুরে ফিরে এসেছে বারবার পাত্রীর বাবা রাজু মন্তেনার প্রসঙ্গ। যিনি ইন্টেগ্রা নামের একটি সংস্থার প্রতিষ্ঠাতা এবং সিইও। পি-৪ হেল্থ কেয়ার সংস্থার প্রাক্তন সিইও। জানা যাচ্ছে, প্রায় ১৬৭ কোটি টাকা সম্পত্তির মালিক তিনি।
Published By: Arani BhattacharyaPosted: 10:02 PM Nov 22, 2025Updated: 10:17 PM Nov 22, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
