Advertisement
'নামেই তো এসে যায়', নাম পালটেই ভাগ্যবদল বিনোদুনিয়ার এই ১০ বাঙালির, জানেন কারা?
কার প্রকৃত নাম কী জেনে নিন।
তাঁদের জন্মগত নাম ছিল এক। এই ১০ বাঙালি পারিবারিক সূত্রে পাওয়া নাম বদলে ফেলেছিলেন বিনোদুনিয়ায় পা রেখেই। আর সেই নাম বদলেই ঘুরেছিল ভাগ্যের চাকা। তাঁরা কারা? সেই তালিকায় রয়েছেন কোন দশ বাঙালি তারকা? জেনে নিন।
প্রথমেই যাঁর নাম বলতে হয় তিনি বাঙালির 'ম্যাটিনি আইডল'। কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন? তিনি আর কেউ নন উত্তমকুমার। পারিবারিক সূত্রে পাওয়া নাম ছিল অরুণকুমার চট্টোপাধ্যায়। কিন্তু বিনোদুনিয়ায় পা রেখে বদলে ফেলেন সেই নাম। ঘোরে ভাগ্যের চাকা। হয়ে ওঠেন বাঙালির 'নায়ক'।
আরও এক কিংবদন্তি সঙ্গীতশিল্পী, যাঁর কণ্ঠে স্বর্ণযুগের প্রতিটি গান আরও যেন শ্রুতিমধুর হয়েছে শ্রোতাদের কাছে। তিনি আর কেউ নন, মান্না দে। আসল নাম ছিল প্রবোধ চন্দ্র দে। সঙ্গীতজগতে পা রেখে পালটেছিলেন নিজের নাম, আর সেই নামেই পেয়েছিলেন জনপ্রিয়তা।
কিংবদন্তি অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। আজও পর্দায় তাঁর উপস্থিতি এক অন্য মাত্রা যোগ করে। কিন্তু তাঁর আসল নাম ভিক্টর নয়, ছিল পার্থসারথী বন্দ্যোপাধ্যায়। যা তিনি সিনেজগতে পা রেখে পালটে ফেলেছিলেন।
আচ্ছা, সাম্যময় বন্দ্যোপাধ্যায়কে নিশ্চয়ই চিনতে পারছেন? যদি না পারেন তাহলে বলি, তিনি আর কেউ নন, কিংবদন্তি অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়। এই নামেই তিনি পরিচিত তাঁর দর্শক-অনুরাগীর কাছে।
জন্মগত সূত্রে তাঁর নাম আভাস কুমার গঙ্গোপাধ্যায়। কিন্তু বিনোদুনিয়ায় পা রেখে বদলেছিলেন নিজের নাম। হয়েছিলেন কিশোর কুমার।
সিনে দুনিয়ায় পা রেখে নাম বদলেছেন নায়িকারাও। মহানায়িকা সুচিত্রা সেন রয়েছেন সেই তালিকাতে। তাঁর নাম ছিল রমা দাশগুপ্ত। পরবর্তীতে নাম পালটে হয়েছিলেন সুচিত্রা সেন। হয়ে উঠেছিলেন মহানায়িকা।
এই তালিকায় রয়েছেন সুপ্রিয়া দেবীও। তাঁর আসল নাম ছিল কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়। ফিল্মি দুনিয়ায় পা রেখে কৃষ্ণা থেকে হয়ে উঠেছিলেন সুপ্রিয়া।
কলকাতা থেকে মায়ানগরীতে গিয়ে ফিল্মি দুনিয়ায় নিজের পায়ের তলার জমি শক্ত করা খুব একটা সহজ ছিল না তাঁর জন্য। তিনি আর কেউ নন 'ডিস্কো ডান্সার' মিঠুন চক্রবর্তী। তাঁর আসল নাম ছিল গৌরাঙ্গ চক্রবর্তী।
Published By: Arani BhattacharyaPosted: 12:02 PM Dec 02, 2025Updated: 12:12 PM Dec 02, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
