Advertisement
'তোমার নীরব আত্মত্যাগ...', পিতৃদিবসে বাবাকে খোলা চিঠি 'তারকা' সন্তানদের
বাবার দিনে বাবাকে আদুরে ছবিতে ভালোবাসা টলি ও বলি সেলেবদের।
পিতৃদিবসে বাবাকে মনের কথা জানিয়ে খোলা চিঠি লিখেছেন টলিউড ও বলিউডের তারকা সন্তানেরা। ইন্ডাস্ট্রির 'জ্যেষ্ঠপুত্র' প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এদিন তাঁর ইনস্টাগ্রাম পেজে একটি ছবির কোলাজ শেয়ার করেছেন। তার একটিতে দেখা যাচ্ছে ছোটবেলার বুম্বাকে বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আরেকটি ছবিতে তাঁকে যাচ্ছে ছেলে তৃষাণজিতের সঙ্গে। ক্যাপশনে লিখেছেন, 'উপদেশ শোনা থেকে উপদেশ দেওয়ার জার্নি। বাবা শব্দটা নিজেই আসলে একটা জার্নি। হ্যাপি ফাদার্স ডে'।
মাকে হারিয়েছেন বেশ কিছু মাস হল। আর বাবা ছেড়ে গিয়েছেন অনেকগুলি বছর। টলি ডিভা ঋতুপর্ণা সেনগুপ্ত বুঁদ হলেন এদিন স্মৃতিচারণায়। বাবার ছবি পোস্ট করে লিখলেন মন খারাপের কথা।
বাবার সঙ্গে বিভিন্ন বয়সে তোলা অনেকগুলি ছবি পোস্ট করে পিতৃদিবসে বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের অভিনেত্রী নুসরত জাহান। তাঁকে ঘিরে যত বিতর্কই হোক না কেন বাবার কাছে সে এখনও সেই ছোট্টটিই আছেন। অন্তত ছবিই বলে দিচ্ছে সেই কথা।
রঞ্জিত মল্লিককন্যা অভিনেত্রী কোয়েল মল্লিক। দুই সন্তানের মা, ইন্ডাস্ট্রিতেও কাটিয়ে ফেলেছেন প্রায় পঁচিশ বছর কিন্তু আজও তিনি সেই ড্যাডিজ গার্ল। এদিন সোশাল মিডিয়ায় বাবার সঙ্গে ছবি পোস্ট করে কোয়েল লেখেন, 'হ্যাপি বাবা'স ডে!!! আজ এবং প্রতিটা দিনই বাবার দিন।'
পরিচালক বাবা অনুপ সেনগুপ্তকে মনের গহিনে থাকা কথা জানিয়েছেন এদিন বনি তাঁর পোস্টে। অভিনেতা লিখেছেন, ' তোমার নীরব আত্মত্যাগ কখনও অদেখা নয়। তুমিই সেই মানুষটা যে আমাকে মাথা তুলে দাঁড়াতে শিখিয়েছ। সবকিছুর জন্যও তোমাকে অনেক ভালোবাসা ও ধন্যবাদ বাবা।
বাবাকে ঘিরেই এখন কৌশানীর সবকিছু। কাজের প্রশংসা থেকে জীবনের সবকিছুতেই আর পাঁচজন বাবার মতো পাশে থাকেন কৌশানীর বাবা। বিশেষ করে মাকে হারানোর পর বাবাই এখন কৌশানীর আশ্রয়স্থল। এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে বাবার সঙ্গে ছবি পোস্ট করে কৌশানী লিখলেন, 'হ্যাপি ফাদার্স ডে! ড্যাডিজ গার্ল।'
মা চলে যাওয়ার পর থেকে 'বাবাই' ইমনের জীবনের সবতা জুড়ে রয়েছেন। মেয়ের গানের শো থেকে জীবনের বিশেষ প্রাপ্তি সবেতেই মেয়ের সঙ্গে ছায়ার মতো থাকেন ইমনের বাবাই। পিতৃদিবসে বাবার সঙ্গে আদুরে ছবি পোস্ট করে গায়িকা লিখেছেন, 'হ্যাপি ফাদার্স ডে'।
বড়পর্দায় অভিষেক ঘটছে অভিনেতা দিব্যজ্যোতির। বাবার সঙ্গে ছবি পোস্ট করে অভিনেতা লিখেছেন, 'প্রতিদিনই বাবার দিন। গড= ড্যাড।'
বাবা জাভেদ আখতারের সঙ্গে ছোটবেলার একটি ছবি পোস্ট করে ফারহান আখতার লিখেছেন, '১৯৭৪ সালে তোলা বাবার সঙ্গে সেরা মুহূর্ত। হ্যাপি ফাদার্স ডে পা'।
বাবার জন্য ভালোবাসা উজাড় করে একটি বিশেষ পোস্ট করেছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। তাঁর একটি পোস্টে দেখা যাচ্ছে তাঁদের চার ভাই-বোনকে। আর একটি ছবিতে দেখা যাচ্ছে খুদে জাহ্নবী বসে রয়েছেন বাবার কোলের উপর। পোস্টে অভিনেত্রী লিখেছেন, 'তুমি আমার জীবনের সেই সেরা মানুষটা যার একটা বিশাল বড় হৃদয় রয়েছে। যে কিনা শুধু সকলের জন্য করে যায় কিন্তু তার বদলে কিছু প্রাপ্তির আশা করে না। ভালোবাসি তোমাকে বাবা।'
Published By: Arani BhattacharyaPosted: 07:03 PM Jun 15, 2025Updated: 11:52 AM Jun 16, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
