Advertisement
'এই পথ যদি না শেষ হয়...', ধোনি থেকে পাণ্ডিয়া, ভারতীয় ক্রিকেটারদের বাইক বিলাস
মোটরসাইকেল দিবসে দেখে নিন বাইকপ্রেমী ভারতীয় ক্রিকেটারদের।
২০১৭ সালের ২১ জুন থেকে ফি-বছর দিনটি পালন হয়ে আসছে মোটরসাইকেল দিবস। মোটরসাইকেলের প্রতি ভালোবাসা প্রকাশের অংশ হিসেবে দেখা হয় দিনটি। রইল ভারতীয় ক্রিকেটারদের মোটরসাইকেল প্রীতির কিছু তথ্য এবং ছবি।
মহেন্দ্র সিং ধোনি: যুবরাজের সঙ্গে তাঁর বন্ধুত্বের কথা জানেন অনেকেই। তাঁদের বন্ধুত্ব নিয়ে অনেক গল্প আছে। ১৭ নভেম্বর, ২০০৮। ইন্দোরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ছিল। ম্যাচ জেতার পর মাঠেই বাইক চালান মাহি। তাঁর পিছনে বসেছিলেন যুবরাজ সিং। এই দৃশ্য ভারতীয় ক্রিকেটে বিরল। এর আগেও অবশ্য বরোদার মাঠে বাইক চালিয়েছেন ধোনি। সেই দিনটা ছিল ২০০৭ সালের ৩১ জানুয়ারি। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আবার মোটরসাইকেলের আসনে বসেন মাহি। পিছনের সিটে বসেছিলেন ইরফান পাঠান এবং রবিন উথাপ্পা।
বাইকপ্রেমী মহেন্দ্র সিং ধোনির প্রথম বাইক ছিল রাজদূত (Yamaha RD350)। তাঁর সংগ্রহে রয়েছে Ninja ZX-14R, BSA Goldstar, Yamaha Thundercat, Confederate X132 Hellcat, Kawasaki Ninja H2 SX, harley davidson sportster-সহ আরও অনেক ক্লাসিক ও স্পোর্টস বাইক।
যুবরাজ সিং: বাইক চড়ে তিনিও ছুটির সফরে যেতে পছন্দ করেন। তাঁর একটি BMW G310r আছে। বাইকটির দাম ছিল ৩ লক্ষ টাকারও কম। বাইকটিকে সুপারবাইক বলা না গেলেও এর বৈশিষ্ট্যগুলি বেশ ভালো।
রোহিত শর্মা: তাঁর সংগ্রহে রয়েছে Suzuki Hayabusa। খেলার মাঠে মোটরসাইকেল চালিয়েছিলেন তিনিও। ২০১০ সালে শ্রীলঙ্কার ডাম্বুলায় বাংলাদেশকে হারিয়ে বিরাট কোহলিকে পিছনের সিটে বসিয়ে মাঠ প্রদক্ষিণ করেন 'হিটম্যান'।
শিখর ধাওয়ান: তিনি ভারতীয় ক্রিকেটের 'গব্বর'। তাঁর বাইক প্রীতির কথা ভক্তদের কাছে গোপন নয়। ধাওয়ানের সংগ্রহে রয়েছে হার্লে-ডেভিডসন ফ্যাট বয়। মডেলটিতে মিলওয়াকি-এইট ১১৪ ইঞ্জিন রয়েছে, যা হার্লে-ডেভিডসন মডেলের পূর্ববর্তী সংস্করণগুলির তুলনায় বেশ উন্নত।
রবীন্দ্র জাদেজা: 'স্যার' জাদেজার কিন্তু বাইক প্রেমীও। গতি বরাবরের প্রিয় তাঁর। এ কথা নানান সাক্ষাৎকারে তিনি বলেছেন। তাঁর কাছে রয়েছে সুজুকি হায়াবুসা। বাইকটির দাম প্রায় ১৬.৯০ লক্ষ টাকা।
হার্দিক পান্ডিয়া: বাইকিং তাঁর সেরা পছন্দগুলির একটি। তাঁর একটি Yamaha YZF R1 রয়েছে। ভারতে বাইকটির দাম প্রায় ২০ লক্ষ টাকা।
Published By: Prasenjit DuttaPosted: 08:54 PM Jun 21, 2025Updated: 02:15 PM Jun 22, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ