Advertisement
'শোলে' থেকে 'সীতা আউর গীতা', একনজরে ধর্মেন্দ্রর জীবনের ১০টি কালজয়ী ছবি
কোন কোন ছবি রয়েছে এই তালিকায় দেখে নিন।
কমেডি থেকে রোম্যান্স এমনকী অ্যাকশন, সমস্ত উপজীব্যই ভরপুর থাকে বরাবর তাঁর অভিনীত ছবিতে। তিনিই বলিউডের 'হিম্যান' ধর্মেন্দ্র। 'শোলে' ছবিতে তাঁর চরিত্র 'বীরু' আজও দাগ কাটে দর্শকের মনে। বলিউডের কাল্ট ক্লাসিক এই ছবিতে কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর অভিনয় আজো গেঁথে রয়েছে সকলের মনে। সঙ্গে 'জয়' অর্থাৎ অমিতাভের সঙ্গে তাঁর বন্ধুত্বের রসায়ন এক আলাদা সংজ্ঞা তৈরি করেছিল।
রাজ খোসলার পরিচালনায় 'মেরা গাঁও মেরা দেশ' ছবিতে ধর্মেন্দ্রর অভিনয় জীবনে কালজয়ী ছবিগুলির মধ্যে একটি। এই ছবিতে তাঁর অভিনয় আজও ভোলেননি দর্শক।
হৃষিকেশ মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবি 'চুপকে চুপকে' ধর্মেন্দ্রর ফিল্মি জীবনের আর এক উল্লেখযোগ্য ছবি। গল্পের প্রেক্ষাপট, হাস্যরস ও বুদ্ধিদীপ্ততায় ভরপুর এই ছবি আজও দর্শকের মনে দাগ কাটে। ধর্মেন্দ্র এই ছবিতে স্ক্রিনশেয়ার করেছিলেন শর্মিলা ঠাকুর, অমিতাভ বচ্চন, জয়া বচ্চনের সঙ্গে।
বলিউডের 'হিম্যান'র 'ধরম বীর' ছবিও রীতিমতো জনপ্রিয়তার তুঙ্গে ছিল বলা যায়। অ্যাকশন, ছবির গল্পে নানা টুইস্ট, সঙ্গে জীতেন্দ্রর সঙ্গে এই ছবিতে ধর্মেন্দ্রর যুগলবন্দি সবমিলিয়ে এই ছবি অন্যমাত্রা পেয়েছিল।
প্রবাদপ্রতিম অভিনেতার ফিল্মি জীবনের আরও এক হিট ছবি 'ফুল আউর পাথর' বিশেষ জনপ্রিয়তা পেয়েছিল। ধর্মেন্দ্রর অভিনয়, এই ছবির গল্পের প্লট, ছবির মিউজিক সবমিলিয়ে ধর্মেন্দ্র অভিনীত এটি একটি কাল্ট ছবির তালিকায় জায়গা করে নিয়েছে।
বসু চট্টোপাধ্যায়ের 'রমকম ঘরানার 'দিললাগি' ছবিঅ সমানভাবে জনপ্রিয়তা পেয়েছিল। এই ছবিতে দর্শকের কাছে উপরি পাওনা ছিল ধর্মেন্দ্র ও হেমা মালিনীর যুগলবন্দি। পর্দায় দু'জনের উপস্থিতি, ছবির গল্প, সঙ্গীত সবমিলিয়ে এই ছবি এক আলাদা জায়গা তৈরি করে নিয়েছে সকলের মনে।
সমস্ত ঘরানার ছবিতেই হাত পাকিয়েছেন প্রবাদপ্রতিম অভিনেতা। ১৯৬২ সালে ইন্দো-চিন যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত 'হকিকত: স্যাক্রিফাইস ফর কান্ট্রি', ছবিতে বাহাদুর সিং চরিত্রে রীতিমতো তাক লাগিয়েছিলেন সকলকে।
Published By: Arani BhattacharyaPosted: 02:58 PM Nov 24, 2025Updated: 09:09 PM Nov 24, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
