Advertisement
G-20: নৈশভোজ যেন ফ্যাশন শো'র মঞ্চ, কেমন পোশাকে সাজলেন রাষ্ট্রপ্রধানরা, দেখুন ছবি
নয়াদিল্লির 'ভারত মণ্ডপমে' রাষ্ট্রপতির আমন্ত্রণে নৈশভোজে হাজির রাষ্ট্রনেতারা।
সকাল থেকেই দিল্লির 'ভারত মণ্ডপম' গমগম করছিল জি-২০ সম্মেলন ঘিরে। একে একে রাষ্ট্রপ্রধানকে 'এন্ট্রি' সম্মেলনের শোভাবর্ধন করে। তারই মধ্যে নজর কাড়ল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হালকা গোলাপি ঢাকাই মসলিন। সাদা পাঞ্জাবি-কুর্তা, কালো জ্যাকেটে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী মোদি।
স্বামীর প্রথম ভারত সফর। তাও জি-২০ সম্মেলনে যোগ দিতে। বিশেষ উপলক্ষই বটে। তাই নিজের হাতে স্বামীর টাই বেঁধে দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের স্ত্রী অক্ষতা মূর্তি।
ব্রিটেনের ফার্স্ট লেডি অক্ষতা মূর্তি নিজেও সাজলেন অপরূপ সাজে। দেশের ফ্যাশনের সঙ্গে মানানসই লাইল্যাক রঙের লং ড্রেসে অক্ষতাকে ভারী স্নিগ্ধ লাগছিল। জি-২০ ভেনুর বাইরে ছবিও তুললেন জমিয়ে।
কালো স্যুটে রাষ্ট্রপতির আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরোজ আধানম ঘেব্রিয়েসুস। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে হেসে কথাও বললেন।
জি-২০ তে যোগ দিয়ে আগেই মোদির প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন বিশ্ব ব্যাংকের চেয়ারম্যান অজয় বাঙ্গা। নৈশভোজে তিনি যোগ দিলেন সস্ত্রীক।
Published By: Sucheta SenguptaPosted: 09:40 PM Sep 09, 2023Updated: 09:48 PM Sep 09, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
