Advertisement
সাত সমুদ্র তেরো নদী পাড়! বাঁকুড়ার বাতাসে বিদেশি ডানার শব্দ, হাজির পরিযায়ীরা
পাখি দেখা নিয়ে চরম উৎসাহ স্থানীয়দের মধ্যেও।
ডানায় ভর করে সাত সমুদ্র তেরো নদী পার করে গডউইট, স্যান্ডপাইপার, স্টিল্ট, উইগন, নর্দার্ন শোভেলার, পিনটেইল এল বাঁকুড়ার রানি মুকুটমণিপুর জলাধার-সহ অন্যান্য জলাশয়ে। এদের কেউ উত্তর ইউরোপ, কেউ আলাস্কা, আবার কেউ সাইবেরিয়াবাসী।
শীত পড়তেই বাঁকুড়ার আকাশে ফের ভেসে উঠল ওইসব বিদেশি ডানার শব্দ। আর তা ক্যামেরায় ধরে রাখতে মুকুটমণিপুরে পাখিপ্রেমীরাও ভিড় বাড়িয়েছেন। সেইসঙ্গে বিদেশী পরিযায়ীদের এক ঝলক পেতে বাঁকুড়ায় হাজির পর্যটকরাও। আর এর মধ্যেই কাজাখস্তান থেকে আসা বিরল স্টেপ ঈগলও আসে বাঁকুড়ায়। তবে দূর থেকে এসে সেই ধকল সামলাতে না পেরে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে ওই স্টেপ ঈগলটির।
সোনামুখী, খাতড়া, বাঁকুড়া সদর, বড়জোড়া, ওন্দার বিভিন্ন প্রান্ত থেকেও আসছে পরিযায়ী পাখিদের আগমনের খবর। খাতড়ার মুকুটমণিপুর জলাধার-সহ নানাবিধ জলাভূমিতে দেখা মিলছে বাঁকুড়ার জলাভূমি এখন যেন এক বিদেশিদের উৎসবের আসর।
বাঁকুড়া সদর ও সোনামুখীতে হাজির হয়েছে কমন টিল, গার্গানি। সকালবেলার আলোয় যাদের উড়ান দেখতে গ্রামবাসীরা দলবেঁধে ছুটছেন। ভেসে বেড়াচ্ছে উইগন, নর্দার্ন শোভেলার, পিনটেইল শীত নামলেই যাদের আনাগোনা বাড়ে। ওন্দা এবং বড়জোড়ার বনাঞ্চলে দেখা মিলছে ব্রাউন-উইংড কিংফিশার, যা সাধারণত বাংলাদেশ-মায়ানমার অঞ্চলের শীতকালীন অতিথি।
বাঁকুড়া উত্তরের ডিএফও শেখ ফরিদ বলেন, "গত কয়েকবছর ধরে বাঁকুড়ায় পরিযায়ী পাখির সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। জলাশয়ের সংস্কার, বনাঞ্চলে মানুষের কম যাতায়াত এবং তাপমাত্রার স্বাভাবিক পরিবর্তন, সবমিলিয়ে এবছর আগেভাগেই আগমন শুরু হয়েছে। আমরা নিয়মিত নজরদারি করছি যাতে পাখিদের কেউ বিরক্ত না করে।”
Published By: Subhankar PatraPosted: 08:03 PM Nov 22, 2025Updated: 08:09 PM Nov 22, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
