Advertisement
'নিরাপত্তা রেকর্ড বিশ্বের সেরা', দুর্ঘটনার বিভীষিকা ভুলে তেজসের প্রশংসা হ্যাল প্রধানের
সুনীল বলেন, 'এটি একটি দুর্দান্ত বিমান এবং সম্পূর্ণ নিরাপদ।'
হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (HAL) প্রধান ডি কে সুনীল শুক্রবার জানিয়েছেন, তেজস যুদ্ধ বিমানের নিরাপত্তা রেকর্ড বিশ্বের সেরা। তাঁর দাবি, দেশীয় প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধবিমানে কোনও সমস্যা নেই। ছবি: সংগৃহীত
সুনীল বলেন, "তেজাসের কোনও সমস্যা নেই। এটি একটি দুর্দান্ত বিমান এবং সম্পূর্ণ নিরাপদ। এর নিরাপত্তা রেকর্ড বিশ্বের সেরা। আমরা দুবাইতে যা দেখেছি তা একটি দুর্ভাগ্যজনক ঘটনা।" ছবি: সংগৃহীত
হ্যালের প্রধান বলেন, "বিভিন্ন দেশ তাদের নিজস্ব প্রযুক্তির পর্যায়ক্রমে বিকাশ করে। আজ আমরা সর্বোচ্চ ক্ষমতা দিয়ে এই ৪.৫ প্রজন্মের বিমান তৈরি করেছি। এটা দুর্দান্ত সাফল্য এবং আমাদের সকলের এতে গর্বিত হওয়া উচিত। সর্বদা এমন কিছু বিরোধী থাকবে যারা প্রশ্ন তুলবে। কিন্তু আমাদের অগ্রগতি এতে বাধাপ্রাপ্ত হবে না।" ছবি: সংগৃহীত
সরকার পরিচালিত মহাকাশ সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) ২৪ নভেম্বর জানায়, দুবাইতে একটি বিমান প্রদর্শনী চলাকালীন তেজস যুদ্ধবিমানের দুর্ঘটনা একটি 'বিচ্ছিন্ন ঘটনা'। ছবি: সংগৃহীত
এই ঘটনার পরেই দ্রুত নামতে থাকে হ্যালের শেয়ারের দাম। ২৪ নভেম্বর সকালের শেয়ার কেনাবেচায় প্রায় আট শতাংশ পতন হয় হ্যালের শেয়ারের। বম্বে স্টক এক্সচেঞ্জে আট শতাংশ কমে হ্যালের শেয়ারের দাম হয় চার হাজার ২০৫ টাকা। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে চার শতাংশ কমে দাম হয় চার হাজার ৪০৫ টাকা। ছবি: সংগৃহীত
ভারতীয় স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া নথিতে বলা হয়েছে, 'আমরা জানাতে চাই দুবাই এয়ার শোতে বিমান প্রদর্শনীর সময় ঘটা সাম্প্রতিক দুর্ঘটনাটি ব্যতিক্রমী পরিস্থিতিতে হওয়া একটি বিচ্ছিন্ন ঘটনা।' হ্যাল আরও জানিয়েছে, 'আমরা নিশ্চিত করতে চাই যে কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক কর্মক্ষমতা বা ভবিষ্যতের সরবরাহের উপর এই ঘটনার কোনও প্রভাব পড়বে না।' ছবি: সংগৃহীত
Published By: Anustup Roy BarmanPosted: 03:30 PM Nov 28, 2025Updated: 03:30 PM Nov 28, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
