Advertisement
স্নিগ্ধ সাদা পোশাকে সোনালির ঔজ্জ্বল্য! হবু মা সোনমের নতুন ছবিগুলি দেখেছেন?
দ্বিতীয়বার মা হতে চলেছেন সোনম কাপুর, তার মাঝেও চলছে ফটোশুট।
মাতৃত্ব নারীর জীবনে এক অমূল্য, অবর্ণনীয় অনুভূতি। সে সাধারণ গৃহবধূ হোক বা লড়াকু মেয়ে কিংবা সেলিব্রিটি। গর্ভধারণের আনন্দ সমানভাবে উপভোগ করেন নারীমাত্রই। সম্প্রতি সেই সুখানুভূতির কথা অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন বলিউডের 'সাওয়ারিয়া গার্ল' সোনম কাপুর। দ্বিতীয়বার মা হতে চলেছেন অনিল কাপুরের কন্যা। তবে তার মাঝেও কাজ চলছে। অন্তঃসত্ত্বা অবস্থাতেই ফটোশুট করলেন তিনি। নিজের ইনস্টাগ্রামে সেসব ছবি শেয়ার করেছেন সোনম। সৌ: ইনস্টাগ্রাম।
ডিজাইনার রাহুল মিশ্রর তৈরি পোশাকে শুট করেছেন সোনম কাপুর। আইভরি বেসের উপর তৈরি এক ঝকমকে আনারকলি কুর্তা, সঙ্গে ধোতিপ্যান্ট। আপাত সাদামাটা পোশাকটিতে সোনালির আভা। একই রঙের ওড়নার দু'প্রান্তে হালকা এমব্রয়ডারি। এতেই মিষ্টি সোনমের রূপ যেন আরও খুলেছে। মা হওয়ার আনন্দ গোটা শরীরে! সৌ: ইনস্টাগ্রাম।
তবে এই পোশাকের মধ্যে সবচেয়ে নজর কেড়েছে আবক্ষ মহারানি নেকলেস। এতে একেবারে আভিজাত্যের ছোঁয়া। লহরী স্টাইলের নেকলেসটির ডিজাইন অপূর্ব। একবার দেখলে চোখ ফেরানো দায়! সৌ: ইনস্টাগ্রাম।
পোশাকের বর্ণনা এটুকু দিলেই অবশ্য সোনমের সাজ-কথা শেষ হয় না। মহারানি নেকলেসের সঙ্গে মানানসই সোনার ঝুমকা কানের দুল, হাতে সোনার বালা। গোটা সাজের সঙ্গে মানানসই সোনালি রঙের নাগরাই জুতো। চুলে আঁটসাঁট বিনুনি। এই লুকেই একেবারে মোহময়ী হয়ে উঠেছেন সোনম। সৌ: ইনস্টাগ্রাম।
রূপে, গুণে লক্ষ্মী কথাটা যদি কোনও বলি নায়িকার ক্ষেত্রে প্রযোজ্য হয়, তাহলে সেই তালিকায় অবশ্যই থাকবেন সোনম কাপুর। বলিউডে পা রেখেই নিজের রূপ আর অভিনয় সকলকে মুগ্ধ করে দিয়েছিলেন অনিল কাপুরকন্যা। কেরিয়ারে হুড়মুড়িয়ে এগিয়ে যাওয়ায় বিশ্বাসী নন তিনি, বরং বাছাই করা সিনেমায় অভিনয় করেই দর্শকদের মনে স্থায়ী ছাপ রেখেছেন। সৌ: ইনস্টাগ্রাম।
সঞ্জয় লীলা বনশালির ছবির হাত ধরে বলিউডে জার্নি শুরু করেছিলেন সোনম। রণবীরের বিপরীতে ‘সাওয়ারিয়া’ ছবিতে প্রথম আত্মপ্রকাশ ঘটে তাঁর। বিপরীতে ছিলেন বলিউডের আরেক স্টার-কিড রণবীর কাপুর। এই জুটিকে দারুণ মনে ধরেছিল দর্শকদের। সৌ: ইনস্টাগ্রাম।
২০১৮ সালে আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম। ২০২২ সালে তাঁদের প্রথম সন্তান বায়ুর জন্ম। চলতি বছরের আগস্ট মাসে ছেলের তৃতীয় জন্মদিন পালন করেন অভিনেত্রী। আর তারপরই দ্বিতীয়বার মা হওয়ার সুখবর শোনালেন সোনম-আনন্দ। সৌ: ইনস্টাগ্রাম।
Published By: Sucheta SenguptaPosted: 05:40 PM Nov 23, 2025Updated: 05:40 PM Nov 23, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
