Advertisement
অবশেষে শাপমুক্তি, বাভুমার নেতৃত্বে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা, ছবিতে 'চোকার্স' কলঙ্কের ইতিহাস
দিনের পর দিন শুধু স্বপ্নভঙ্গই দেখেছে প্রোটিয়ারা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ ফাইনাল: ভারতের বিরুদ্ধে ১৭৭ রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার ৩০ বলে ৩০ রানের প্রয়োজন ছিল। সেটাই ৬ বলে ১৬ রানে নেমে আসে। কিন্তু সূর্যকুমারের সেই বিখ্যাত ক্যাচে মিলার ফিরতেই দক্ষিণ আফ্রিকার স্বপ্ন ভাঙে। ভারত দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়।
১৯৯৯ বিশ্বকাপ সেমিফাইনাল: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২১৪ রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার শেষ ওভারে ৯ রানের প্রয়োজন ছিল। হাতে ছিল এক উইকেট। ল্যান্স ক্লুসনার দুটি বাউন্ডারি মেরে স্কোর সমান করেন। চতুর্থ বলে ক্লুসনার দৌড়ে যান। কিন্তু অ্যালান ডোনাল্ড দাঁড়িয়েই থাকেন। ক্লুসনারের রান আউটে ম্যাচটি টাই হয় এবং দক্ষিণ আফ্রিকা ছিটকে যায়।
১৯৯২ বিশ্বকাপের সেমিফাইনাল: মুখোমুখি ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। কার্যত হাসতে হাসতে জিতে যাওয়া একটা ম্যাচ ছিল দক্ষিণ আফ্রিকার। ওই সময় বৃষ্টি আসে। বৃষ্টি থামার পর অদ্ভুত হিসেবে দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়ায় ১ বলে ২২ রান। ভাগ্যের পরিহাসে বিদায় প্রোটিয়াদের।
২০০৩ সালে বিভ্রান্তির ডাকওয়ার্থ লুইস: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রোটিয়াদের জয়ের সামনে প্রথম বাধা ছিল বৃষ্টি। শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন মার্ক বাউচার। ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে শেষ বলে দরকার ছিল এক রান। কিন্তু বাউচারের কাছে বিষয়টা পরিষ্কার ছিল না। তিনি রান নেননি। বৃষ্টির জন্য ম্যাচ বন্ধ হয়ে গেলে হেরে যায় দক্ষিণ আফ্রিকা।
Published By: Arpan DasPosted: 05:36 PM Jun 14, 2025Updated: 07:12 PM Jun 14, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
