Advertisement
বিরাটের কাছে ১০০ সেঞ্চুরির সুযোগ, ২০২৭-র বিশ্বকাপের আগে ক'টা ওয়ানডে খেলবেন রো-কো?
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোহিত-বিরাটের পারফরম্যান্সের পর বিশ্বকাপের দলে তাঁদের থাকা নিয়ে কোনও সংশয় নেই।
মাস কয়েক আগে দু’জনের ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে যে জল্পনা শুরু হয়েছিল, ‘রো-কো’ ২০২৭ বিশ্বকাপ খেলবেন কি না, যে চর্চা চলছিল, সেটার মনে হয় না আর কোনও দরকার আছে।
সবকিছু ঠিকঠাক চললে বিরাট কোহলি আর রোহিত শর্মা দু’জনকেই আগামী বিশ্বকাপে দেশের জার্সিতে দেখা যাবে। প্রথমত, অস্ট্রেলিয়া গিয়ে দু’জনই রান পেয়েছেন। তার উপর রাঁচিতে যেরকম পারফর্ম করলেন, তাতে বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে আর জল্পনা থাকার কোনও অর্থ হয় না।
এহেন পরিস্থিতি ভারতীয় বোর্ডের অন্দরমহলে খবর নিয়ে যা জানা গেল, তাতে টিম ম্যানেজমেন্টকে নাকি বলে দেওয়া হয়েছে, রোহিত-বিরাটকে নিয়ে আর খুব একটা আলোচনার দরকার নেই। দু’জনকে রেখে বাকি যা করার করতে। অর্থাৎ বিরাট আর রোহিতের দু’বছর পর বিশ্বকাপ খেলা নিয়ে কোনও অনিশ্চয়তা হয়তো আর নেই।
বিশ্বকাপের আগে যে কঠিন পরীক্ষা রয়েছে রো-কো'র সামনে। অস্ট্রেলিয়া সিরিজের পর থাকবে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচ। বিশ্বকাপের আগে কটা ওয়ানডে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া?
এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ চলছে। যার এখনও দু'টি ম্যাচ আছে। পরের বছর জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাটিতে ৩ ম্যাচের সিরিজ আছে। তারপর টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে রো-কো নেই। ভারত ফের ওয়ানডেতে মাঠে নামবে ২০২৬-র জুন মাসে। আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে ৩ ম্যাচের সিরিজ আছে।
এরপর জুলাইয়ে ইংল্যান্ড যাবে টিম ইন্ডিয়া। সেখানে ৩টি ওয়ানডে আছে। সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের কথা রয়েছে। যা ২০২৫-র আগস্টে হওয়ার কথা ছিল। তবে ওপার বাংলায় এই সিরিজ আদৌ হবে কি না, সেই নিয়ে প্রশ্ন রয়েছে।
২০২৬-র সেপ্টেম্বর-অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে ৩টি ওয়ানডে ম্যাচের সিরিজ আছে। এরপর অক্টোবর-নভেম্বরে নিউজিল্যান্ড ও ডিসেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে দেশের মাটিতে ৩টি করে ওয়ানডের সিরিজ আছে।
Published By: Arpan DasPosted: 06:15 PM Dec 01, 2025Updated: 06:15 PM Dec 01, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
