Advertisement
বিশ্ব শিশু দিবসে ইউনিসেফের অভিনব উদ্যোগ, নীল আলোয় ঝলমলে কলকাতার ঐতিহ্যবাহী ভবনগুলি
বিশ্ব শিশু দিবসে শিশুদের অধিকার রক্ষায় বিশেষ উদ্যোগ।
আজ ২০ নভেম্বর, বিশ্ব শিশু দিবস। এই দিনটি উপলক্ষে কলকাতার বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপত্য নীল আলোয় ঝলমলিয়ে উঠল। শিশুদের অধিকার রক্ষা ও আশা-আকাঙ্ক্ষা তুলে ধরার জন্যই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
নীল আলোয় সেজে ওঠা ভবনগুলির মধ্যে রয়েছে বিধানসভা ভবন বা অ্যাসেম্বলি বিল্ডিং। এছাড়াও বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি বিল্ডিং। কলকাতা প্রেস ক্লাব এবং স্থানীয় ইউনিসেফ অফিসও এই কর্মসূচিতে অংশ নিয়েছে।
এই আলোকসজ্জার মাধ্যমে ইউনিসেফ প্রাপ্তবয়স্কদের কাছে একটি বিশেষ বার্তা পৌঁছে দেয়। সংস্থাটি বড়দেরকে নিজেদের শৈশব স্মৃতি মনে করাতে চেয়েছে। সেই সঙ্গে শিশুদের অধিকার ও স্বপ্ন পূরণের জন্য নয়া অঙ্গীকারে আবদ্ধ হতে বলেছেন।
ইউনিসেফ জানিয়েছে, ভারতে এ বছর বিশ্ব শিশু দিবসের দুটি থিম। প্রথমটি 'মাই ডে, মাই রাইটস'। শিশুর নিজের অধিকারের কথা তুলে ধরা হয়েছে এই থিমের মাধ্যমে। দ্বিতীয় থিমটি হল 'দ্য চাইল্ড ইন মি, মাই প্রমিস টু চিলড্রেন'। এটি প্রাপ্তবয়স্কদের করা অঙ্গীকারের প্রতিশ্রুতিকে মেলে ধরে।
ইউনিসেফ (পশ্চিমবঙ্গ)-এর প্রধান ডঃ মনজুর হোসেন এই প্রসঙ্গে বক্তব্য রাখেন। তিনি জানান, 'এই আলোকসজ্জা মানুষের মধ্যে সচেতনতা বাড়াবে।' এটি সবার মধ্যে কৌতূহলও সৃষ্টি করবে। ডঃ হোসেনের মতে, এই বার্তা শিশুদের অধিকারকে তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছে দিতে উৎসাহিত করবে।
Published By: Buddhadeb HalderPosted: 08:37 PM Nov 20, 2025Updated: 08:37 PM Nov 20, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
