সমুদ্রের মাঝে বিবেকানন্দ রকে উড়ছে তেরঙ্গা! ৭৫ ফুট লম্বা পতাকা উত্তোলন সেনার
08:02 PM Aug 12, 2022 | Anwesha Adhikary
Advertisement
Tap to expand স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে পালিত হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসব। সাধারণ মানুষ থেকে সেনা- উদযাপনে সামিল সকলেই। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম প্রান্ত বিবেকানন্দ রকে ৭৫ ফুট লম্বা পতাকা উত্তোলন করল ভারতীয় সেনা।
Tap to expand ভারতীয় সেনার সাউদার্ন কমান্ডের তরফ থেকে এই পতাকা উত্তোলন করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তিরুবনন্তপুরম মিলিটারি স্টেশনের জওয়ানরা পতাকা উত্তোলন করেন।
Tap to expand অনুষ্ঠানে সারে জাঁহা সে আচ্ছা গান পরিবেশন করেন মিলিটারি ব্যান্ডের সদস্যরা। কেরালার ঐতিহ্যবাহী মার্শাল আর্ট কালারিপ্পাট্টূও পরিবেশন করা হয়।
Tap to expand স্বাধীনতা দিবস উদযাপন করতে সাজানো হয়েছে দেশের নানা স্থাপত্যকে। তেরঙ্গা আলোয় সেজে উঠেছে কর্ণাটকের কালাবুরাগি ফোর্ট।
Tap to expand আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে জম্মুর বিখ্যাত মুবারক মান্ডি।
Tap to expand দেশের ইতিহাসের বিশেষ এই দিন উদযাপন করতে উৎসাহী কচিকাঁচারাও। পতাকা হাতে বন্ধুদের সঙ্গে পথে নেমেছে খুদেরা।