Advertisement
'ডিউটি' পালন শচীনের, ভবিষ্যৎ গড়ার ডাক সূর্যর, গণতন্ত্রের উৎসবে শামিল ভারতীয় ক্রিকেটাররা
অর্জুনকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে 'ন্যাশনাল আইকন' শচীন। ভোট দিলেন সুনীল গাভাসকরও।
লোকসভা ভোটের পঞ্চম দফার নির্বাচনে সামিল দেশের ক্রিকেটাররা। জাতীয় নির্বাচন কমিশনের 'ন্যাশনাল আইকন' শচীন তেণ্ডুলকর। ক্রিকেট মাঠ থেকে এক দশক আগে অবসর নিলেও তিনিই ভোট প্রচারের প্রধান মুখ।
মুম্বইয়ে ভোট দিলেন মাস্টার ব্লাস্টার। সঙ্গে ছিলেন তাঁর পুত্র অর্জুন। 'ছুটি' নয়, ভোট দিয়ে নিজের 'ডিউটি' পালন করলেন তাঁরা।
ভোট উৎসবে উপস্থিত প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর। গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পর 'লিটল মাস্টার' বলেন, "সকলেরই ভোট দেওয়া উচিত, কারণ এটা তাদেরও সরকার। প্রতিটা ভোট গুরুত্বপূর্ণ।"
আর কদিন পরেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে ভারতের অন্যতম ভরসা সূর্যকুমার যাদব। ভোট দিয়ে 'মি. ৩৬০' বলেন, "চলুন, দেশের ভবিষ্যতকে গড়ে তোলা যাক।"
মুম্বইয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন ভারতীয় ক্রিকেটার অজিঙ্ক রাহানে। স্ত্রীর সঙ্গে ভোটদানের ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে সিএসকে তারকা লেখেন, "আমরা দায়িত্ব পালন করেছি, আর আপনারা?"
Published By: Arpan DasPosted: 02:34 PM May 20, 2024Updated: 03:51 PM May 20, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
