Advertisement
নাটকের পর নাটক! শেষ মুহূর্তে বন্ধ 'ঘরের দরজা', আচমকাই জায়গা বদল কোহলিদের
পন্থের নেতৃত্বে খেলতে নামবেন কোহলি।
শেষ মুহূর্তে নাটকীয় পটবদল। 'ঘরের মাঠে' ফেরা হচ্ছে না বিরাট কোহলির। বিজয় হাজারে ট্রফিতে একেবারে শেষ মুহূর্তে বাতিল হল চিন্নাস্বামী স্টেডিয়ামে দিল্লির ম্যাচ। ফলে আরসিবি'র ঘরের মাঠ চিন্নাস্বামীতে ঘরোয়া ক্রিকেট খেলা হচ্ছে না বিরাট কোহলির।
খেলতে হবে ঘরোয়া ক্রিকেটে। নাহলে জাতীয় দলে জায়গা অনিশ্চিত হতে পারে। বোর্ডের তরফ থেকে অলিখিত ফতোয়া রয়েছে। ওয়ানডেতে দুরন্ত ফর্মে থাকলেও ছাড় পাননি রোহিত শর্মা-বিরাট কোহলিরা।
২৪ ডিসেম্বর থেকে শুরু বিজয় হাজারে ট্রফি। সেখানে দল ঘোষণা করেছে দিল্লি। দলের অধিনায়ক ঋষভ পন্থ। সহ-অধিনায়ক আয়ুষ বাদোনি। দিল্লিও তরুণ তুর্কিদের নিয়ে দল সাজিয়েছে। প্রথমে জানা যায়, বিরাট কোহলি, ঈশান্ত শর্মা, নবদীপ সাইনিকেও দিল্লি দলে রাখছে, তবে প্রথম দুটি ম্যাচে নয়। কিন্তু সেখানেও শেষ মুহূর্তে বদল। আপাতত ঠিক হয়েছে কোহলি প্রথম দু'টি ম্যাচে খেলবে।
দিল্লি তাদের ম্যাচ খেলবে বেঙ্গালুরুতে। বিজয় হাজারে ট্রফির জন্য নিজেকে তৈরি রাখতে আলিবাগে নেট বোলারদের নিয়ে অনুশীলনে মগ্ন ছিলেন বিরাট কোহলি। বহুদিন পর বিজয় হাজারে খেলবেন তিনি। প্রথম ম্যাচে প্রতিপক্ষ অন্ধ্র প্রদেশ। পরের ম্যাচ গুজরাটের বিরুদ্ধে।
প্রথমে জানা গিয়েছিল, কর্নাটক ক্রিকেট সংস্থার আলুর স্টেডিয়ামে ম্যাচ খেলবে কোহলি। কিন্তু এই স্টেডিয়ামটি মূল শহরের বাইরে। কোহলির মতো মহাতারকা খেললে নিরাপত্তার সমস্যা হতে পারে। বিশেষ করে কোহলি যখন অরুণ জেটলি স্টেডিয়ামে রনজি ট্রফি খেলেছিলেন, তখন স্টেডিয়াম পুরো ভরা ছিল।
সেই কারণে ঝুঁকি না নিয়ে চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তাতেও বিপত্তি। গত মরশুমে আইপিএল জেতার পর এই স্টেডিয়ামে সেলিব্রেশন হয়। যার ফলে ১১ জন মারা যান।
তারপর থেকে ম্যাচ দেওয়ার ক্ষেত্রে কার্যত চিন্নাস্বামীকে 'বয়কট' করা হয়েছে। তবে সেখানেও কিছু 'শর্ত' ছিল। বলা হয়েছিল, ম্যাচ হলেও কোনও দর্শক প্রবেশের অধিকার থাকবে না।
এবার কোহলির ম্যাচ সরে গেল সেখান থেকে। সেই ম্যাচ দু'টি হবে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে। বোর্ডের এই ভেন্যুতে তিনটি ম্যাচ আছে। সোমবার চিন্নাস্বামী স্টেডিয়াম পর্যবেক্ষণের জন্য তৈরি একটি বিশেষ কমিটি মাঠে যায়। তারপর শহরের পুলিশ কমিশনার জানান, এই মুহূর্তে স্টেডিয়ামে ম্যাচ করার উপযুক্ত পরিকাঠামো নেই।
Published By: Arpan DasPosted: 04:54 PM Dec 23, 2025Updated: 04:54 PM Dec 23, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
