Advertisement
প্রসাধনী পণ্যের ব্যবসার আড়ালে প্রতারণার ফাঁদ! ইডির জালে ‘লাস্যময়ী’ সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
কীভাবে প্রতারনার জাল বিছিয়েছিলেন তিনি?
৪০ কোটি টাকা প্রতারণার অভিযোগ। জনপ্রিয় সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সন্দীপা ভার্ককে গ্রেপ্তার করল ইডি।
সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের পাশাপাশি তিনি একজন উদ্যোগপতিও ছিলেন বলে খবর। ইনস্টাগ্রামে তাঁর অনুগামীর সংখ্যা ১২ লক্ষ।
তাঁর বিরুদ্ধে মোহালির একটি থানায় ভারতীয় ন্যায় সংহিতার ৪০৬ এবং ৪২০ ধারায় মামলা রুজু করা হয়েছে বলেও জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।
ইডি সূত্রে আরও জানা গিয়েছে, তিনি নিজেকে হাইবুকেয়ার নামে একটি ওয়েবসাইটের মালকিন হিসাবে পরিচয় দিতেন। দাবি করতেন, সেখানে এফডিএ অনুমোদিত প্রসাধনী পণ্য বিক্রি হয়।
Published By: Subhodeep MullickPosted: 04:37 PM Aug 14, 2025Updated: 04:37 PM Aug 14, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
