Advertisement
হারিয়ে যাওয়া প্রিয়জনদের নামে আম, কাঁঠাল গাছ রোপণ, হুগলিতে তৈরি অভিনব 'দত্তক বাগান'
সবুজায়নের বার্তা দিয়ে উদ্যোগী হয় স্থানীয়রা।
গাছেদের মধ্যে দিয়ে বেঁচে থাকবেন পরিবারের মৃত সদস্যরা। গাছ বড় হলে ছায়া, ফুল-ফল দেবে। হারানো প্রিয়জনের নাম থাকবে গাছেদের গায়ে। হুগলির বৈঁচিগ্রামে ডিভিসি ব্রিজের নিচে প্রায় আট কাঠা জমির উপরে গড়ে উঠেছে এই অভিনব ‘দত্তক বাগান’। বৈঁচিগ্রামেরই একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই বাগান তৈরি করছে। এই কর্মকাণ্ডে যুক্ত হয়েছে প্রবাসী বাঙালিরাও।
এই বাগানে আম, কাঁঠাল, জামরুল, আমলকি-সহ মোট ৪৪ প্রজাতির গাছ রয়েছে। মা, বাবা, দাদু-দিদা-সহ পরিজন, প্রিয়জনরা কালের নিয়মে হারিয়ে যান। উদ্যোক্তারা জানান, ‘দত্তক বাগান’ একটি অভিনব বাগান। উদ্যোক্তারা জানান, ঠিক যে ভাবে বাবা, মায়ের আশ্রয়ে সন্তান বেড়ে ওঠে। এই গাছগুলিও সেই বাবা, মায়ের মতোই আশ্রয় দেবে। যত বড় হবে, শান্তির শীতল হাওয়া দেবে।
এলাকার বাসিন্দারা এই বিষয়ে শামিল হয়েছেন। পাশাপাশি বিদেশ থেকেও এই কর্মকাণ্ডে যোগ দিয়েছেন বহু মানুষ। গ্লাসগোয় থাকেন প্রবাসী ভারতীয় মহুয়া দত্ত। তিনি বলেন, "সমাজমাধ্যমে এই উদ্যোগের কথা জানতে পারি। পরে তাঁদের সঙ্গে যোগাযোগ করি। এই উদ্যোগ ভালো লেগেছে। ঠাকুমা, বাবা, কাকার স্মৃতিতে তিনটি চারাগাছ রোপণ করি।"
জানা গিয়েছে, বৈঁচিগ্রামের এই এলাকায় এক সময়ে প্রচুর গাছ ছিল। শহর বাড়তে থাকায় কোপ পড়ে গাছেদের উপরে। এছাড়াও ঝড়বৃষ্টি, প্রাকৃতিক বিপর্যয়েও বহু গাছ পড়ে যায়। অনেক সবুজ হারিয়ে গিয়েছে। সবুজায়নের বার্তা দিয়ে উদ্যোগী হয় স্থানীয়রা। এরপর এই দত্তক বাগান তৈরি হয়েছে।
স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান মালা বেগম বলেন, "সব সময় এমন উদ্যোগে পঞ্চায়েত পাশে রয়েছে। গাছের যে প্রাণ আছে, এক বাঙালি কবেই তা প্রমাণ করেছেন। এবার সেই গাছে নতুনভাবে প্রাণের স্পন্দন।"
Published By: Suhrid DasPosted: 06:04 PM Dec 03, 2025Updated: 07:59 PM Dec 03, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
