Advertisement
স্বাস্থ্যই সম্পদ, আন্তর্জাতিক যোগ দিবসে সচেতনতার বার্তা বলিউড তারকাদের
শুধু শারীরিকভাবেই নয়, মানসিক দিকে থেকেও সুস্থ রাখে যোগ।
দেশজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। শনিবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগাসনের মঞ্চ থেকে বিশ্বকে শান্তির বার্তা দেন। সিয়াচেন থেকে সমুদ্র সৈকত, প্রতিটি স্থানেই যোগের ছবি ধরা পড়েছে। ব্যতিক্রমী নন বলিউড সেলেবরাও। স্বমহিমায় দেখা গেল মালাইকা আরোরাকেও। যোগাসনের একটি অনুষ্ঠানে হাজির ছিলেন মালাইকা। ইনস্টাগ্রামে বিটাউনের আইটেম গার্ল জানান, একদিন নয়, রোজই যোগাসন করা উচিত।
কে বলবে, তিনি ঢুকে পড়েছেন পঞ্চাশের কোটায়। নিয়মিত যোগাসনেই নিজেকে এতখানি ফিট রেখেছেন শিল্পা শেট্টি। অনুরাগীদের শরীরচর্চার পাঠ দিতেও কার্পণ্য করেন না তিনি।
শুধু শারীরিকভাবেই নয়, মানসিক দিকে থেকেও সুস্থ রাখে যোগ। আন্তর্জাতিক যোগ দিবসে শামিল হয়ে সেই বার্তা দিলেন অভিনেতা রাজকুমার রাও।
এদিন মথুরায় নিজের লোকসভা কেন্দ্রে যোগাসনের অনুষ্ঠানে যোগ দেন বিজেপি সাংসদ হেমা মালিনী। সুস্থ থাকার চাবিকাঠি যে যোগেই লুকিয়ে, সে বার্তাই দেন তিনি।
তবে হেমা মানিলী এক নন, এদিন যোগাসনে দেখা গেল বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকেও। এই বয়সেও তিনি সাবলীলভাবেই শরীরচর্চা করছেন। তাঁর চিরতরুণ থাকার এটাই কি রহস্য? প্রশ্ন অনুরাগীদের মনে।
শরীর নিয়ে নিজেকেই সচেতন হতে হবে। শুধু পোজ দিয়ে ছবি তোলা নয়, নিজের অন্তরের শক্তিকে জাগ্রত করাই হোক লক্ষ্য। যোগ দিবসে বার্তা নিমরত কৌরের।
আন্তর্জাতিক যোগ দিবসে বাকিদের সঙ্গে যোগাসনে বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরও। তবে একদিন নয়, শরীরচর্চা নিয়ে বিভিন্ন সময়ই কথা বলতে শোনা গিয়েছে তাঁকে।
Published By: Sulaya SinghaPosted: 02:42 PM Jun 21, 2025Updated: 02:42 PM Jun 21, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ