Advertisement
Kali Pujo 2022: কালীপুজোতে থিমের চমক, একনজরে দেখে নিন দক্ষিণ কলকাতার কয়েকটি মণ্ডপ
বৃষ্টি উপেক্ষা করেও প্রতিমা দর্শনে আমজনতা।
যাদবপুরের মৈনাক ক্লাবের এবছরের থিম 'পূরণ'। খড়, ধানের শিষ, কদম ফুলে সেজে উঠেছে মণ্ডপ। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।
লালচে আভার আলো-আঁধারি খেলা যাদবপুরের মৈনাক ক্লাবের মণ্ডপে। আলোর সঙ্গে মানানসই করে সাজানো হয়েছে প্রতিমাকে। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।
প্রতিদিন প্রত্যেককে লড়াই করতে হয় অস্বিত্বের জন্য। সেই ভাবনা থেকেই এবারের যাদবপুরের শ্যামাপল্লি শ্যামা সংঘের থিম, 'শর-সহন-সংগ্রাম'। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।
যাদবপুরের শ্যামাপল্লি শ্যামা সংঘের প্রতিমাতেও রয়েছে বিশেষত্ব। শিল্পী দীপেন মণ্ডল। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।
২২ বছরে পড়ল লেক গার্ডেন্স কালচারাল ফ্যানস অ্যাসোসিয়েশানের পুজো। এবছরে মূলত সামাজিক বার্তা দিতে চেয়েছে এই ক্লাব। মণ্ডপে রয়েছে বহু বৃদ্ধাশ্রমের হোর্ডিং, যার দু'পাশে রয়েছে ডানা। অর্থাৎ ডানা মেলে উড়ে যাক সমস্ত বৃদ্ধাশ্রম। এমনটাই বোঝাতে চেয়েছেন তাঁরা। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।
মণ্ডপ ভাবনার মতোই লেক গার্ডেন্স কালচারাল ফ্যানস অ্যাসোসিয়েশানের প্রতিমাতেও রয়েছে নতুনত্ব। ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।
Published By: Tiyasha SarkarPosted: 08:50 PM Oct 24, 2022Updated: 08:50 PM Oct 24, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ