Advertisement
ধর্মত্যাগ করে বিয়ে, কঠিন সময়ে করুণের পাশে, চেনেন ভারতের 'কামব্যাক' তারকার স্ত্রীকে?
ওভালে হাফসেঞ্চুরি করে ভারতীয় দলকে ভরসা জুগিয়েছেন করুণ।
‘প্রিয় ক্রিকেট, আমাকে আরেকটা সুযোগ দাও’, সোশাল মিডিয়ায় লিখেছিলেন করুণ নায়ার। সেই সুযোগটা এসেছিল ৮ বছর ৮৩ দিন পর। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টেস্টে রান না পেলেও পঞ্চম টেস্টে গুরুত্বপূর্ণ ৫৭ রান করেছেন করুণ। আর তাঁর এই সফরে নীরবে পাশে ছিলেন স্ত্রী সানায়া টাঙ্কারিওয়ালা।
এক পার্শি পরিবারে জন্ম সানায়ার। যদিও ভালোবাসার টানে হিন্দু ধর্মের করুণকে বিয়ে করতে পিছপা হননি। তাঁদের প্রেমের গল্প ধর্ম ও সাংস্কৃতিক ব্যবধানকে অতিক্রম করে গিয়েছে।
২০১৬ সালে এক ইনিংসে করুণ করেছিলেন ৩০৩ রান। গত মরশুমে ঘরোয়া ক্রিকেট করুণের প্রত্যাবর্তনের সাক্ষী থেকেছে। রনজিতে দল বদলে এসেছিলেন বিদর্ভে। যারা রনজি চ্যাম্পিয়নও হয়েছে। তারপরই ইংল্যান্ড সফরে ডাক পান।
মাঝের আট বছরে করুণ দীর্ঘ সাধনা করেছেন। যেখানে পাশে ছিলেন সানায়া। ২০১৯-এ গোয়ায় সানায়াকে বিয়ের প্রস্তাব দেন করুণ। পরের বছরই হিন্দু ও পার্শি রীতি মেনে তাঁদের বিয়ে হয়।
করুণ-সানায়ার এক ছেলে কায়ান ও মেয়ে সামারা আছে। সন্তানদের সঙ্গে প্রায়ই মিষ্টি মুহূর্তের ছবি তাঁরা সোশাল মিডিয়ায় পোস্ট করেন। সানায়ার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা প্রায় ১০০০০। মিডিয়া জগতের সঙ্গে যুক্ত তিনি।
Published By: Arpan DasPosted: 08:52 PM Aug 01, 2025Updated: 08:52 PM Aug 01, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
