Advertisement
রাক্ষুসে আগুন গিলেছে সব! চোখের জলই যেন 'শেষ সম্বল' খিদিরপুরের অরফ্যানগঞ্জ মার্কেটের ব্যবসায়ীদের
সব হারিয়ে কান্নায় ভেঙে পড়েন ব্যবসায়ীরা।
কোথাও এখনও জ্বলছে আগুন। কোথাও দেখা যাচ্ছে সাদা ধোঁয়া। বিধ্বংসী অগ্নিকাণ্ডে জতুগৃহ খিদিরপুরের অরফ্যানগঞ্জ মার্কেট।
ব্যবসায়ীদের দাবি, রাত ১টায় আগুন লাগার পরই খবর দেওয়া হয় দমকল এবং স্থানীয় থানায়। দু'পক্ষই আসতে দেরি করে বলেই অভিযোগ।
তাঁদের আরও দাবি, ঘণ্টাদেড়েক পর দমকল ঘটনাস্থলে পৌঁছয়। জলের সমস্যা ছিল। শেষে গঙ্গা থেকে জল নিয়ে আগুন নেভানোর কাজ শুরু হয়।
ব্যবসায়ীদের দাবি, অরফ্যানগঞ্জ মার্কেটে কমপক্ষে ১৩০০টি দোকান ছিল। সবই পুড়ে ছাই হয়ে গিয়েছে। দমকল আর একটু তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছলে এত বড় ক্ষতি হত না বলেই দাবি ব্য়বসায়ীদের।
যদিও স্থানীয় ব্যবসায়ীদের দাবি উড়িয়ে দিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। তাঁর দাবি, ‘‘একটা গাড়ি আসতে গেলেও তো কিছু সময় লাগে। ওয়াটগঞ্জ, গার্ডেনরিচ থেকে দমকলের গাড়ি এসেছে। জীবন বিপন্ন করে কাজ করেন আমাদের লোকজন। তা ছাড়া, দোকান করার সময়ে অনেকেই ঠিক মতো নিয়ম মানেন না। আমি কাউকে দোষ দিচ্ছি না। একটা ঘটনা ঘটেছে, আমরা দেখব।’’
Published By: Sayani SenPosted: 11:12 AM Jun 16, 2025Updated: 11:15 AM Jun 16, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
