-
- ফটো গ্যালারি
- Kkr grabs these players from ipl mini auction 2022
IPL Auction: শেষ বেলায় চমক দিয়ে লিটন-শাকিবকে কিনল KKR, কিং খানের দলে আর কারা?
নাইট জার্সিতে প্রথমবার খেলবে ১৯ বছরের এক তরুণ ক্রিকেটারও।
Tap to expand
২০১১ থেকে ২০১৭ মরশুম পর্যন্ত ছিলেন কেকেআরের বিশ্বস্ত সৈনিক। তারপর ঘুরে ফিরে ২০২১ সালে আবারও গায়ে চাপিয়েছিলেন নাইট জার্সি। কিন্তু গত মরশুমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে এনওসি না মেলায় আইপিএলের কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁকে কিনতে পারেনি। তবে এবার ফের নিজের পুরনো দলে ফিরলেন শাকিব। বাংলাদেশি অলরাউন্ডারকে দেড় কোটিতে কিনলেন তিনি।
Tap to expand
ব্যাটিং অর্ডারে আরও এক বাংলাদেশির উপর ভরসা রাখল কেকেআর। তিনি লিটন দাস। ৫০ লক্ষের বিনিময়ে তাঁকে নিল নাইটরা।
Tap to expand
দক্ষিণ আফ্রিকা বংশোদ্ভূত নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড উইসিকেও তুলে নেয় শাহরুখের দল। এক কোটির বিনিময়ে তাঁকে পেল কেকেআর। ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেসও করেন তিনি।
Tap to expand
কেকেআর যে শুক্রবারের নিলামে অলরাউন্ডার তুলে নিতে চেয়েছিল, তা বেশ স্পষ্ট। কারণ উইসির পাশাপাশি পাঞ্জাবি অলরাউন্ডার মনদীপ সিংকেও কিনে নেয় তারা। দিনের শেষে ৫০ লক্ষের বিনিময়ে মনদীপ সিংকে দলে নেয় কলকাতার দল।
Tap to expand
পেসার অবিনাশ সিংকে কিনতে ঝাঁপিয়েছিল নাইট শিবির। তবে ৬০ লক্ষ টাকায় তাঁকে পেয়ে যায় আরসিবি। অবিনাশকে না পাওয়ায় ফাস্ট বোলার কুলবন্ত খেজরোলিয়াকে ২০ লক্ষ টাকায় তুলে নিল কেকেআর।
Tap to expand
নয়া দিল্লির তরুণ ক্রিকেটার সুয়াশ শর্মাকে দলে নিল কেকেআর। বোলিংয়ের পাশাপাশি ব্যাটও করেন ১৯ বছরের ক্রিকেটার। ২০ লক্ষের বিনিময়ে খেলবেন তিনি।
Tap to expand
নারায়ণ জগদীশনকে ৯০ লক্ষ টাকায় কিনে নেয় নাইটরা। উইকেটরক্ষকের সমস্যা মেটাতে গত মরশুমে চেন্নাই সুপার কিংসে খেলা নারায়ণকে সই করাল তারা।
Tap to expand
আরেক দেশীয় ক্রিকেটার বৈভব আরোরাকে ৬০ লক্ষের বিনিময়ে এদিন নিলাম থেকে নিজেদের দলে নিয়ে নেয় কেকেআর। গতবার পাঞ্জাবের জার্সিতে খেলেছিলেন এই মিডিয়াম পেসার।
Published By: Sulaya SinghaPosted: 09:32 PM Dec 23, 2022Updated: 09:37 PM Dec 23, 2022
নাইট জার্সিতে প্রথমবার খেলবে ১৯ বছরের এক তরুণ ক্রিকেটারও।