Advertisement
বাড়িয়ে দাও তোমার হাত..., জাহির থেকে রাহুল, প্রথমবার পিতৃদিবস পালনে ক্রিকেটাররা, রইল ছবি
প্রথম সন্তানের জন্ম হাসি ফুটিয়েছে একঝাঁক ক্রিকেটারের মুখে।
২০২৪ সালের শেষের দিকে প্রথমবার বাবা হয়েছেন অক্ষর প্যাটেল। পুত্র হাক্সের জন্মের পর এটাই 'বাপু'র প্রথম পিতৃদিবস।
গত বছর বর্ডার-গাভাসকর ট্রফির ঠিক আগেই মিচেল মার্শের কোল আলো করে আসে তাঁদের প্রথম কন্যাসন্তান। তবে প্রথম সন্তানের নাম এখনও প্রকাশ্যে আনেননি অজি তারকা।
বিয়ের আট বছর পর বাবা হয়েছেন জাহির খান। চলতি বছরেই তাঁর কোলে এসেছে প্রথম সন্তান, ফতেসিংহ খান। ৪৬ বছর বয়সে প্রথমবার পিতৃদিবস পালন করবেন বিশ্বকাপজয়ী পেসার।
গত বছর প্রথম টেস্ট সেঞ্চুরি হাঁকানোর দিনদুয়েক পরেই বাবা হন সরফরাজ খান। তাঁর কোল আলো করে আসে ফুটফুটে পুত্রসন্তান।
গর্ভপাতের কারণে প্রথম সন্তান হারিয়েছিলেন ডেভন কনওয়ে। কিন্তু সেই যন্ত্রণা ঘুচিয়ে গত বছর জন্ম নেয় তাঁর কন্যা অলিভিয়া।
Published By: Anwesha AdhikaryPosted: 02:51 PM Jun 15, 2025Updated: 02:51 PM Jun 15, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
