Advertisement
ত্রয়োদশী তিথিতে রীতি মেনে কঙ্কালিতলায় কুমারীপুজো, মন্দিরে ভক্তের ঢল
৪৭ বছর ধরে চলছে এই বিশেষ পুজো।
৪৭ বছরের প্রাচীন রীতি মেনে শুক্রবার অর্থাৎ ত্রয়োদশী তিথিতে বীরভূমের কঙ্কালিতলার মন্দিরে কুমারী পুজোর আয়োজন। সকাল থেকে ভক্তরা হাজির হয়েছেন মন্দিরে।
কুমারী পুজোর জন্য ভোর থেকে শুরু হয় নাম লেখার পালা। এতে অংশগ্রহণ করতে পারে ৫ থেকে ১২ বছরের নাবালিকারা।
কুমারীদের বেছে নেওয়ার পর প্রথমে নিয়ে যাওয়া হয় কোপাই নদীতে। সেখানে স্নান করিয়ে, ঘট পুজো দিয়ে প্রস্তুত করা হয় কুমারীদের। পরানো হয় লাল পাড় সাদা শাড়ি।
Published By: Tiyasha SarkarPosted: 11:56 AM Oct 07, 2022Updated: 01:27 PM Oct 07, 2022
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
