Advertisement
কৌশানীর ছবিতে নেটপাড়ায় 'কালবৈশাখী', কেরিয়ারের ঝোড়ো ইনিংসের মাঝেই 'বোল্ড' অবতারে নায়িকা
এই ছবিগুলি না দেখলেই মিস!
আদ্যোপান্ত কমার্শিয়াল সিনেমার মুখদের এখন ভিন্নস্বাদের সিনেমায় দেখা যাচ্ছে। ছকভাঙা চরিত্রে অভিনয় করে যেমন তাঁরা দর্শকদের নজর কাড়ছেন, তেমন সিনেসমালোচকদের কলমেও প্রশংসিত হচ্ছেন। সেই তালিকায় অবশ্য তেইশ সালেই নাম লিখিয়ে ফেলেছিলেন কৌশানী মুখোপাধ্যায়।
গত শুক্রবার মুক্তিপ্রাপ্ত সৃজিত মুখোপাধ্যায়ের ‘কিলবিল সোসাইটি’তেও অভিনয়ের জোড়ে সকলের মন কাড়লেন নায়িকা। এমনকী মেয়ের অভিনয় দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন খোদ কৌশানীর বাবা রানা মুখোপাধ্যায়ও।
রাজ চক্রবর্তী পরিচালিত ‘আবার প্রলয়’ সিরিজ থেকেই ছক ভাঙা শুরু করে কৌশানী মুখোপাধ্যায়। ‘মোহিনী মা’য়ের চরিত্রে নজর কেড়েছিলেন অভিনেত্রী। সেই সিরিজে অভিনেত্রীর ক্যারাটের মারপ্যাঁচ দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। শুধু তাই নয়, মোহিনী মায়ের চরিত্রের জন্য ঠিক যেরকম বডি ল্যাঙ্গুয়েজের প্রয়োজন ছিল, সেরকমটাই রপ্ত করেছিলেন কৌশানী।
Published By: Sandipta BhanjaPosted: 08:52 PM Apr 16, 2025Updated: 08:52 PM Apr 16, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
