Advertisement
বঙ্গ ফুটবলে স্প্যানিশ ছোঁয়া, কলকাতায় অ্যাকাডেমি গড়বে লা লিগা
মুখ্যমন্ত্রীর স্পেন সফরে মাদ্রিদে স্বাক্ষরিত MoU.
বিনিয়োগ টানতে মুখ্যমন্ত্রীর স্পেন সফরে বড় প্রাপ্তি। বাংলা ফুটবলের উন্নতিতে হাতে হাত মিলিয়ে কাজ করবে লা লিগার, বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কমিটির।
বৃহস্পতিবার মাদ্রিদে লা লিগার সভাপতি জাভিয়ের তেভাসের সঙ্গে বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায় ও তিন ফুটবল ক্লাবের কর্তারা।
বাংলা ফুটবলের উন্নতিতে ফুটবল অ্যাকাডেমি গড়বে লা লিগা, বড় ঘোষণা। মমতা, সৌরভের উপস্থিতিতে স্বাক্ষরিত MoU.
লা লিগা সভাপতি জাভিয়ের তেভাস নতুন প্রকল্প নিয়ে খুবই আশাবাদী। বাংলা থেকে নতুন প্রতিভা খুঁজে আনতে সব উদ্যোগ নেবে সংস্থা, জানিয়েছেন তিনি।
মাদ্রিদের ফুটবলে বৈঠকে সৌরভ গঙ্গোপাধ্য়ায় বলেন, 'কথা দিচ্ছি আপনারা একবার কলকাতায় যোগ দিলে বুঝতে পারবেন কেন এই শহর ফুটবল অ্যাকাডেমি তৈরি হওয়ার জন্য উপযুক্ত।'
Published By: Sucheta SenguptaPosted: 12:34 AM Sep 15, 2023Updated: 12:49 AM Sep 15, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ