Advertisement
বড্ড দামি সোনা, সেলেবদের মতো বিয়ের সাজে থাক পান্নার ছোঁয়া
কিয়ারা থেকে মৌনী, পরিণীতি থেকে নয়নতারা - বহু সেলেবকে দেখা গিয়েছে সাবেকি সোনার বদলে পান্নার গয়নাগাটি পরতে।
বিয়ে মানে জীবনের নয়া ইনিংসের শুরু। তা নিয়ে বহু তরুণীরই নানা ভাবনাচিন্তা থাকে। বিশেষত শাড়ি, গয়নাগাটি, সাজগোজ কেমন হবে তা নিনে বহু তরুণীর নানা স্বপ্ন থাকে।
কেউ পছন্দ করেন ভারী সাজগোজ, গয়নাগাটি। আবার কারও পছন্দ হালকা সাজ। সোনার গয়নাই বহু কনের প্রথম পছন্দ। আবার কারও বা পছন্দ পান্না।
বলি সেলেবদের মধ্যে হালকা রঙের লেহেঙ্গার সঙ্গে পান্নার গয়না পরে বিয়ে করার চল রয়েছে। কিয়ারা থেকে মৌনী, পরিণীতি থেকে নয়নতারা - বহু সেলেবকে দেখা গিয়েছে সাবেকি সোনার বদলে পান্নার গয়নাগাটি পরতে।
আপনারও কি সামনেই বিয়ে? পান্না পরবেন বলে ভাবনাচিন্তা করছেন? ভাবছেন ভালো লাগবে কিনা। ইচ্ছা থাকলে বলি সেলেবদের মতো করে বিয়ের বিশেষ দিনে সাজতেই পারেন। মানানসই শাড়ি কিংবা লেহেঙ্গা বাছতে পারলে মন্দ লাগবে না, তা হলফ করে বলা যায়।
কিন্তু এখন প্রশ্ন হল, ঠিক কীভাবে পান্নার সঙ্গে পোশাক আশাক বাছবেন। সেক্ষেত্রে বলি সেলেবদের সাজগোজের দিকে নজর দিতে পারেন। আপনার নিজের পোশাকের রঙ বাছতে তাতে সুবিধাই হবে।
বলি সেলেব কিয়ারার মতো হালকা গোলাপি রঙের শাড়ি কিংবা লেহেঙ্গার সঙ্গে এমারাল্ড বা পান্নার নেকলেস, কানের দুল পরতে পারেন। তবে সঙ্গে আর সোনার গয়না পরতে যাবেন না। তাতে সাজ মাটি হতে পারে।
পরিণীতি তাঁর বিয়েতে মণীশ মালহোত্রার ডিজাইন করা অফ হোয়াইট লেহেঙ্গা পরেছিলেন। তার সঙ্গে কানে এবং গলায় পরেন পান্নার বেশ ভারী গয়না। রাঘবপত্নীর রূপ দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন প্রায় সকলে। আপনিও চাইলে পরিণীতির মতো করে সেজে উঠতে পারেন।
'পেয়ার কা পঞ্চনামা' অভিনেত্রীর সোনালিরও প্রথম পছন্দ পান্না। নিজের জীবনের নতুন ইনিংসে তাই এই ধরনের গয়নাই বেছে নিয়েছিলেন তিনি। আপনি চাইলে পান্নার গয়না পরতেই পারেন। লেহেঙ্গা কিংবা বেনারসির রঙ সেক্ষেত্রে হালকা গোলাপি বাছতে পারেন।
Published By: Sayani SenPosted: 01:41 PM Dec 11, 2025Updated: 03:10 PM Dec 11, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
