Advertisement
চাহালের সঙ্গে প্রেমের গুঞ্জনের মধ্যেই ক্রিকেট দল কিনলেন মাহভাশ, অধিনায়ক কে?
কোন লিগে খেলবে মাহভাশের দল?
মাহভাশের সঙ্গে সম্পর্ক এখন আর কার্যত গোপন করছেন না যুজবেন্দ্র চাহাল। সম্প্রতি লন্ডনেও একসঙ্গে দেখা গিয়েছে চাহাল-মাহভাশকে। এবার নতুন ক্রিকেট দল কিনলেন মাহভাশ। কোন লিগে? আর অধিনায়ক করলেন কাকে?
দিল্লিতে তিনদিনের বিশেষ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে চলেছে। যার নাম ক্রিকেট লিগ টি-টেন। এই টুর্নামেন্টটি ১০ ওভারের হবে। মাহভাশ সেখানে সুপ্রিম স্ট্রাইকার্স টিম কিনেছেন।
নিলামে উপস্থিত ছিলেন মাহভাশ। টেনিস বলের এই টুর্নামেন্টে তাঁর দলের অধিনায়ক করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার শন মার্শকে।
নিলামে সানি লিওনি বা প্রিন্স নারুলার মতো সেলিব্রিটিরা উপস্থিত থাকলেও নজরে ছিলেন মাহভাশ। ক্রিম কালারের টপ ও স্কার্টে হাজির ছিলেন তিনি। দলের প্রতি যে তিনি কতটা দায়বদ্ধ হবেন, নিলামের দিনের উৎসাহেই টের পাইয়ে দিলেন।
তবে এই লিগে বা মাহভাশের দলে চাহাল যুক্ত হবেন কি না, তা জানা নেই। মাহভাশের ক্রিকেটপ্রীতি নতুন কিছু নয়। পেশায় আরজে মাহভাশ এর আগে বিভিন্ন ক্রিকেট ইভেন্টে উপস্থাপিকার ভূমিকা পালন করেছেন। সেই ভালোবাসা যে সাম্প্রতিক সময়ে বেড়েছে, তা অনেকেই মনে করছেন।
Published By: Arpan DasPosted: 09:23 PM Aug 02, 2025Updated: 09:23 PM Aug 02, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
