Advertisement
ডিসেম্বরে ভারতে আসছেন মেসি, কলকাতায় ফুটবলপ্রেমীদের জন্য কোন চমকের অপেক্ষা?
১৪ বছর আবার কলকাতায় আসছেন তিনি।
২০১১ সালে ভারতে এসেছিলেন লিওনেল মেসি। কলকাতা জুড়ে আবেগের ঝড় উঠেছিল তাঁকে কেন্দ্র করে। ১৪ বছর পর আবার সেই একই উন্মাদনা, একই উচ্ছ্বাস শোনা যাবে শহরের অলিগলিতে।
সব কিছু ঠিকঠাক থাকলে ৮ বারের ব্যালন ডি'অর জয়ী মেসি কলকাতা, আহমেদাবাদ, মুম্বই এবং নয়াদিল্লি-সহ একাধিক শহরে আসতে চলেছেন।
ডিসেম্বরের কলকাতায় চমকের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। ১২ ডিসেম্বর রাত ১০টার দিকে কলকাতায় অবতরণ করার কথা মেসির। বেশ কয়েকদিন তিলোত্তমায় থাকার কথা রয়েছে তাঁর।
১৩ ডিসেম্বর সকাল ৯টায় একটি শুভেচ্ছানুষ্ঠানের মাধ্যমে শুরু হবে মেসির কলকাতায় সফরসূচি। এরপর লেকটাউন শ্রীভূমিতে তাঁর ৭০ ফুট উঁচু একটি মূর্তি উন্মোচন করা হবে। আয়োজকদের দাবি, এটিই কোনও বিশ্বকাপজয়ীর সবথেকে উঁচু মূর্তি এটাই।
এরপর ইডেন গার্ডেন্সে যাবেন তিনি। দুপুরে মেসির সম্মানে আয়োজিত হতে চলেছে ‘গোট কাপ’। ‘গোট’ অর্থে ‘গ্রেটেস্ট অফ অল টাইম’। ইডেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়েরও অনুষ্ঠানে যোগ দেবেন। ‘গোট কাপ-এ অংশ নিতে পারেন সৌরভ-সহ লিয়েন্ডার পেজ, জন আব্রাহাম, বাইচুং ভুটিয়া প্রমুখ। তাছাড়াও ক্রিকেট, ফুটবল ও বিনোদনের জগতের তারকারা মাঠে নামবেন। সাতজনের দু'টি দলের ম্যাচ হবে দুই অর্ধে ১৫ মিনিট করে। এর সঙ্গে একটি টাইব্রেকার। সেখানে দুই দলের হয়ে শুরুটা করবেন মেসি।
এখানেই শেষ নয়। থাকছে সঙ্গীতানুষ্ঠানও। যার নাম ‘দ্য গোট কনসার্ট’। সেখানে দেশবিদেশের বিভিন্ন খ্যাতনামা শিল্পীরা অংশগ্রহণ করবেন। হয়তো দেখা গেল, আপনি প্রিয় শিল্পীর গানে মুগ্ধ হয়ে আছেন। আর সেই সময়েই ইডেন আলো করে প্রবেশ করলেন মেসি। শীতের সন্ধ্যায় গোটা স্টেডিয়াম ঘুরে গ্রহণ করলেন ৭০ হাজার দর্শকের উষ্ণ অভিনন্দন। শোনা যাচ্ছে, খুদে ফুটবলারদের পরামর্শ দেওয়ার জন্য একটি সেশন রাখা হবে। বিশ্বজয়ী মেসিকে যে উন্মাদনার পারদ এখন থেকেই চড়তে শুরু করেছে, তা বলাই বাহুল্য।
Published By: Prasenjit DuttaPosted: 06:37 PM Aug 02, 2025Updated: 06:37 PM Aug 02, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
