ফটো গ্যালারি মহালয়ার সকালে 'নবপত্রিকায় দেবীবরণ', পাবর্তী হচ্ছেন দিতিপ্রিয়া, অভিষেক মহাদেব 07:49 PM Sep 22, 2023 | Suparna Majumder Advertisement Tap to expand নবপত্রিকায় দেবীবরণ। মহালয়ার সকালে Zee বাংলার এই বিশেষ অনুষ্ঠানে পার্বতী হিসেবে দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে। Tap to expand মহাদেবের ভূমিকায় অভিনয় করেছেন 'ফুলকি' সিরিয়ালের রোহিত অর্থাৎ অভিষেক বসু। Tap to expand আর 'ফুলকি' অর্থাৎ দিব্যাণী মণ্ডল অভিনয় করেছেন দেবী লক্ষ্মীর ভূমিকায়। Tap to expand ছোটপর্দার 'জগদ্ধাত্রী' অঙ্কিতা মণ্ডলকে দেখা যাবে মহিষাসুরমর্দিনী হিসেবে। Tap to expand 'গৌরী এলো' ধারাবাহিক মোহনা মাইতিকে এই বিশেষ অনুষ্ঠানে দেখা যাবে দেবী ব্রহ্মাণী হিসেবে। Tap to expand দেবী চামুণ্ডা হিসেবে অভিনয় করেছেন ‘মুকুট’ সিরিয়াল খ্যাত শ্রাবণী ভুঁইয়া। Tap to expand কালীর রুদ্রমূর্তি ধারণ করেছেন 'রাঙাবউ' সিরিয়ালের শ্রুতি দাস। Tap to expand দেবী কার্তিকী হয়েছেন ‘নিম ফুলের মধু’-র পর্ণা অর্থাৎ পল্লবী শর্মা। Tap to expand 'খেলনা বাড়ি'র মিতুল অর্থাৎ আরাত্রিকা মাইতিকে দেখা যাবে দেবী রক্তদন্তিকা হিসেবে। Tap to expand শোকরহিতা হিসেবে দেখা যাবে অভিনেত্রী মানালি দে-কে। Tap to expand অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য হয়েছেন মাহেশ্বরী। জগদ্ধাত্রী-মিতুলরা কোন চরিত্রে? Advertisement Loading videos... Subscribe