Advertisement
ফের গোপনে বাগদান সারলেন হার্দিক? আঙুলের ঝলমলে হিরের আংটি দেখিয়ে মাহিকা বললেন...
কেন এমন জল্পনা নেটপাড়ায়?
নাতাশা স্টানকোভিচ বহুদিনই অতীত। মাঝে একাধিক সম্পর্কে জড়িয়েছেন হার্দিক পাণ্ডিয়া। নতুন প্রেমিকা মাহিকা শর্মার সঙ্গে রোম্যান্সে গদগদ হার্দিক পাণ্ডিয়া। টিম ইন্ডিয়ার তারকা মলদ্বীপ ঘুরতে গিয়ে মাহিকার সঙ্গে সম্পর্কে সিলমোহর দিয়েছেন। তারপর থেকেই তাঁদের প্রেম নিয়ে জল্পনা। অনেকেই বলছেন, মাহিকার সঙ্গে গোপনে বাগদান সেরেছেন হার্দিক। আর যা নিয়ে এবার মুখ খুলেছেন লাস্যময়ী মডেল।
ঠিক কী চলছে এই মুহূর্তে হার্দিকের জীবনে? চোট সারিয়ে বাইশ গজে প্রত্যাবর্তনের লড়াই রয়েছে। ক্রিকেট তো আছেই, তার সঙ্গে আরও দু'টো জিনিস ভারতীয় তারকার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেগুলো হল দেশের জার্সির প্রতি ভালোবাসা ও ঈশ্বরে ভক্তি।
মাহিকার অনামিকায় হিরের আংটি থেকেই জল্পনা শুরু। যে ভিডিও ভাইরাল, সেখানে দেখা যাচ্ছে, মাহিকাকে নিয়ে পুজোপাঠ করছেন হার্দিক। তাঁকে হোম-যজ্ঞও করতে দেখা গিয়েছে। সালোয়ার কামিজে রয়েছেন মাহিকা। তাঁর মাথায় ওড়নার আচ্ছাদন। হার্দিক রয়েছেন পাঞ্জাবি-পাজামায়। দু'জনের এই 'বিশেষ' ছবি দেখে নেটিজেনদের মধ্যে জল্পনা, তাঁরা হয়তো নতুন জীবন শুরু করতে চলেছেন।
হার্দিকের জন্মদিনেই সমুদ্রসৈকতে দু’জনে একসঙ্গে দাঁড়িয়ে রোমান্টিক ছবি পোস্ট করেছিলেন। এর আগে মাহিকার ইনস্টাগ্রাম হ্যান্ডলে প্রায় ৫০ হাজার ফলোয়ারের মধ্যে হার্দিকের নাম দেখে দু’জনের সম্পর্কের জল্পনা বেড়েছিল। দীপাবলিতেও ভাইরাল হয় হার্দিক পাণ্ডিয়ার ছবি। মাহিকার সঙ্গে মিল রেখে লাল পোশাকে দু'জনকে একসঙ্গে দেখা যায়। তারপর নিজেই বেশ কয়েকটি ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন। যার মধ্যে যেমন নিজের ছেলে অগ্যস্তর সঙ্গে ছবি ছিল, তেমনই ছিল মাহিকার সঙ্গে হাত ধরে ছবিও।
সোশাল মিডিয়ায় স্বল্পবসনা ছবিতে প্রায়ই উষ্ণতা ছড়ান এহেন মাহিকা। তাঁর সঙ্গে হার্দিকের এমন ঘরোয়া ছবি দেখে নেট নাগরিকরা কিছুটা তো অবাক হয়েইছেন। তাঁদের প্রশ্ন, তাহলে কি বাগদান সেরে ফেললেন তাঁরা?
মাহিকার বড় হওয়া দিল্লিতে। নেভি চিলড্রেন স্কুলে পড়াশোনার পর স্নাতকস্তরে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন। পড়াশোনাতেও যথেষ্ট মেধাবী ছিলেন। তারপর আমেরিকাতে একবছর সাইকোলজি নিয়ে পড়াশোনা করেন।
আঙুলের ঝলমলে হিরের আংটি দেখিয়ে মাহিকা পোস্ট দিয়ে লেখেন, "সোশাল মিডিয়ায় দেখে মনে হচ্ছে, আমার বাগদান হয়ে গিয়েছে। কিন্তু আমি প্রতিদিন আমি প্রতিদিন সুন্দর সুন্দর গয়না পরে থাকি।" এখানেই তিনি পরিষ্কার করে দেন, এখনও তাঁর হার্দিকের সঙ্গে বাগদান হয়নি।
প্রসঙ্গত, অস্কারজয়ী পরিচালক নির্মাতা অরল্যান্ডো ভন আইন্সিডেলের ‘ইনটু দ্য ডাস্ক’ ও উমঙ্গ কুমারের ‘পিএম নরেন্দ্র মোদি’ (২০১৯) ছবিতে অভিনয়ও করেছেন মাহিকা। এছাড়া বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্রে দেখা গিয়েছে তাঁকে। বিখ্যাত ডিজাইনারদের পোশাকে দেখা যায় মাহিকাকে। ফ্রান্স, স্পেন, সুইজারল্যান্ড, থাইল্যান্ডের মতো জায়গা রয়েছে তাঁর ভ্রমণ তালিকায়।
Published By: Prasenjit DuttaPosted: 07:07 PM Nov 22, 2025Updated: 08:15 PM Nov 22, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
