Tap to expand বয়স কত? এ প্রশ্ন মালাইকা অরোরার (Malaika Arora) ক্ষেত্রে করা অবান্তর। পঞ্চাশের দোরগোড়ায় দাঁড়িয়েও কীভাবে যৌবন ধরে রাখা যায় তা ভাল করেই জানেন ‘ছঁইয়া ছঁইয়া…’ গার্ল।
Tap to expand মালাইকা বরাবরই ফ্যাশনের ক্ষেত্রে সুপারহিট। তার প্রমাণ যেন এই ছবিগুলি। কখনও পশ্চিমী পোশাকে, আবার কখনও বা দেশি লুকেও ছ্যাঁকা দেন মালাইকা।
Tap to expand খোলামেলা গ্লিটারি পোশাকে রবিবাসরীয় রাত গরম করলেন মালাইকা অরোরা।
Tap to expand মালাইকার সুস্থ থাকার চাবিকাঠি যোগাসন। ফিট থাকতে নিয়মিত শরীরচর্চা করেন তিনি।
Tap to expand পঞ্চাশের দোরগোড়াতেও যে এভাবে গ্ল্যামার ধরে রাখা যায়, তা মালাইকার কাছ থেকে শিখতে হয়।
Tap to expand মিউজিক চ্যানেলের সঞ্চালক হিসেবে কেরিয়ার শুরু করেন মালাইকা। বেশিরভাগ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। তবে আইটেম ডান্সার হিসেবে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন।