Advertisement
লাল বেনারসিতে বাঙালি বধূ পাহাড়ি মেয়ে, বরের পরনে গোর্খা পোশাক, দেখুন আবেশ-দীক্ষার ছবি
নেপালি রীতিতে হল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর বাগদান অনুষ্ঠান।
ডাক্তারি পড়ার সময় আলাপ। সেই থেকে বন্ধুত্ব, প্রেম। এবার তা গড়াল পরিণয়ে। কার্শিয়াংয়ের মেয়ে দীক্ষা ছেত্রীর সঙ্গে বাগদান-বিয়ে সম্পন্ন মুখ্যমন্ত্রীর ভাইপো আবেশের।
কার্শিয়াং কমিউনিটি হলে নেপালি রীতি মেনে মিটল বাগদান পর্ব। পাত্রীর পরিবারের সদস্যরা মেতে উঠলেন আনন্দে। সকলের সাজ ছিল নজরকাড়া।র
পাত্রী দীক্ষার পরনে ছিল লাল টুকটুকে বেনারসি, ওড়না, সোনার গয়নায় পাহাড়ি মেয়ে যেন একেবারে বাঙালি বধূ! আর আবেশকে সাজানো হয়েছিল গোর্খাদের ঐতিহ্যবাহী পোশাকে, সঙ্গে ছিল খুকরিও।
দীক্ষা পেশায় ডাক্তার। কলকাতার কেপিসি মেডিক্যাল কলেজে পড়াশোনা করেছে। সেখানেই আবেশের সঙ্গে তাঁর পরিচয়, প্রেম। বাঙালি বধূ সাজে সাজলেও নেপালি রীতি মেনে সবুজ ঘাসের মালা পরেছিলেন দীক্ষা।
ভাইয়ের বিয়েতে গোর্খা পোশাকে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। শার্ট-ব্লেজারের সঙ্গে হলুদ উত্তরীয় এবং মাথায় গোর্খা টুপি। কার্শিয়াং কমিউনিটি হলে তাঁর সঙ্গে একান্ত আলাপচারিতায় জিটিএ চেয়ারম্যান অনীত থাপা।
এদিন বিয়ের পর বিকেলে যুগলে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিতে। এর পর ১০ তারিখ কলকাতায় বধূবরণ অনুষ্ঠান।
নেপালি রীতি মেনে বাগদান-বিবাহ অনুষ্ঠানে অতিথিদের সকলের পোশাকেই ঐতিহ্যের ছোঁয়া। সেই পোশাকে আবেশের বাবা 'বউমা'কে আশীর্বাদ করলেন সোনার হার দিয়ে।
Published By: Sucheta SenguptaPosted: 04:01 PM Dec 07, 2023Updated: 04:03 PM Dec 07, 2023
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
