Advertisement
অজিভূমে সিরিজ জয়, দক্ষিণ আফ্রিকায় নজির, বিদায়বেলায় এক ঝলকে পূজারার অবিস্মরণীয় কেরিয়ার
টেস্ট অভিষেকের মাত্র বছরদুয়েকের মধ্যেই জীবনে প্রথমবার ডবল সেঞ্চুরি হাঁকান পূজারা।
অপেক্ষার টেস্টে ব্যর্থ হলেন চেতেশ্বর পূজারা। দীর্ঘদিন জাতীয় দলে ব্রাত্য থাকার পর শেষমেশ অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেন টেস্টের অন্যতম সেরা ব্যাটার। ভারতীয় ক্রিকেটে এক যুগের অবসান হল।
জাতীয় দলের জার্সিতে ১০৩ টেস্ট খেলে ৪৩.৬০ গড়ে ৭১৯৫ রান করেছেন। লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সর্বোচ্চ রান অপরাজিত ২০৬। ১৯টা শতরান এবং ৩৫টা অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে।
টেস্ট অভিষেকের মাত্র বছরদুয়েকের মধ্যেই জীবনে প্রথমবার ডবল সেঞ্চুরি হাঁকান পূজারা। ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজের প্রথম টেস্টে ২০৬ রানে অপরাজিত থাকেন পূজারা। সেটাই তাঁর ক্রিকেট জীবনের সর্বোচ্চ স্কোর।
মাস পাঁচেকের মধ্যেই আবারও ডবল সেঞ্চুরি আসে পূজারার ব্যাট থেকে। এবার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। হোম সিরিজের দ্বিতীয় টেস্টে ২০৪ রান করেন তিনি।
আন্তর্জাতিক কেরিয়ারের তৃতীয় ডবল সেঞ্চুরিটি পূজারা করেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই। ২০১৭ সালে ২০২ রান করেন। তাঁর ইনিংসে ভর করেই ম্যাচ ড্র করে ভারত।
পূজারার অবিস্মরণীয় ইনিংসগুলির মধ্যে অন্য়তম ২০১৮ সালে অ্যাডিলেডে সেঞ্চুরি। মাত্র ৮৬ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতীয় ইনিংসকে বাঁচিয়ে তোলে পূজারার শতরান। সেই ইনিংসে ভর করেই শেষ পর্যন্ত অ্যাডিলেড টেস্ট জেতে ভারত। সিরিজও জিতে ফেরে টিম ইন্ডিয়া।
ভারতীয় হিসাবে দক্ষিণ আফ্রিকার মাটিতে সর্বোচ্চ রানের নজির রয়েছে পূজারার ঝুলিতে। ২০১৩ সালে জোহানেসবার্গে ১৫৩ রান করেন তিনি। দ্বিতীয় ইনিংসে পূজারার লড়াকু দেড়শোয় ভর করে ম্যাচ ড্র করে ভারত।
Published By: Anwesha AdhikaryPosted: 01:56 PM Aug 24, 2025Updated: 01:56 PM Aug 24, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
