Advertisement
ডিসলেক্সিয়ার সঙ্গে যুদ্ধ, স্বদেশেই বিদ্রুপের শিকার! জানেন কত কোটির মালকিন 'মিস ইউনিভার্স' ফতিমা?
কঠোর জীবনসংগ্রামই ব্রহ্মাণ্ড জয়ের পথে এগিয়ে দিয়েছে মেক্সিকান সুন্দরীকে।
১২০ দেশের প্রতিযোগীকে হারিয়ে ২০২৫ সালের ব্রহ্মাণ্ড সুন্দরীর খেতাব জিতলেন মেক্সিকোর ফতিমা বস। অথচ, সম্প্রতি নিজের দেশেই বিদ্রুপের শিকার হতে হয়েছিল তাঁকে।
২০ নভেম্বর রাতে থাইল্যান্ডের দ্য ইম্প্যাক্ট চ্যালেঞ্জার থিয়েটারে এই বিউটি পেজেন্ট অনুষ্ঠিত হল। ২০২৫ সালের মিস ইউনিভার্সের থিম ছিল 'দ্য পাওয়ার অফ লাভ'।
মূলত বিশ্বজুড়ে হানাহানি, রক্তপাতের আবহে একতা, ক্ষমতায়ন এবং স্থিতিশীলতা উপরই ফোকাস রাখা হয়েছিল। সেখানেই মিস থাইল্যান্ড, মিস ভেনেজুয়েলা, মিস ফিলিপাইনস এবং মিস কোট দিভোয়ারকে পিছনে ফেলে ব্রহ্মাণ্ড সুন্দরীর খেতাব জিতলেন মিস মেক্সিকো ফতিমা।
গতবারের মিস ইউনিভার্স ডেনমার্কের ভিক্টোরিয়া ক্যায়ের থেইলভিগে এদিন ফতিমা বসের মাথায় হিরের মুকুট পরিয়ে দেন। ব্রহ্মাণ্ড সুন্দরীর অশ্রুধারা তখন কিছুতেই বাঁধ মানছে না।
ইনস্টাগ্রামে মিস ওয়ার্ল্ডের অফিসিয়াল পেজে বিজয়ীর নাম ঘোষণা করে ফতিমার উদ্দেশে লেখা হয়েছে, 'আমাদের নতুন মিস ইউনিভার্সকে অভিনন্দন। আজ এক নতুন তারকার জন্ম হল। ওঁর দয়ালু মন, প্রাণবন্ত মননশক্তি গোটা বিশ্বের হৃদয় জয় করেছে। আমাদের নতুন রানি হিসেবে ফতিমা বসকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। তাঁর নেতৃত্বের সঙ্গে ব্রহ্মাণ্ড আরও উজ্জ্বল হয়ে উঠুক।'
তবে এই ব্রহ্মাণ্ড জয়ের নেপথ্যে কম কাঠখড় পোহাতে হয়নি ফতিমা বসকে। শৈশব থেকে ডিসলেক্সিয়ার সঙ্গে যুদ্ধ করেছেন। 'হাইপারঅ্যাকটিভিটি'র সঙ্গেও লড়তে হয়েছে তাঁকে। এমনকী সম্প্রতি খ্যাতনামা মেক্সিকান পরিচালক তাঁকে এক লাইভ ইভেন্টে 'বোকা-গাধা' বলে কটাক্ষ করেন।
সেসব জীবনসংগ্রামই ফতিমাকে আরও পরিণত করে তোলে। এবার মিস ইউনিভার্স-এক মুকুট পরে সব অপমানের বদলা নিলেন তিনি। পড়াশোনা ইবেরোআমেরিকানা বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন নিয়ে। মিলানের NABA-তে প্রশিক্ষণ নিয়েছেন। পরিত্যক্ত কিংবা বর্জন করা উপকরণ ব্যবহার করে নানারকম ফ্যাশনেবল পোশাক, অ্যাকসেসরিজ তৈরির দক্ষতাও রয়েছে ফতিমা বসের।
পাশাপাশি পরিবেশপ্রেমী, পশুপ্রেমী হিসেবেও পরিচিত এই মেক্সিকান সুন্দরী। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, স্থাবর-অস্থাবর মিলিয়ে ৫ কোটির মালকিন ফতিমা বস। তবে ব্রহ্মাণ্ড জয়ের পর তার পরিমাণ আরও বেড়েছে।
জানা গেল, ব্রহ্মাণ্ড সুন্দরী হিসেবে আড়াই লাখ ডলার পাবেন ফতিমা। তার সঙ্গে প্রতি মাসে ৫০ হাজার ডলার পারিশ্রমিক রয়েছে, মিস ইউনিভার্স-এর দায়িত্ব পালনের জন্য। নিউ ইয়র্ক সিটিতে একটা বিলাসবহুল ফ্ল্যাটও পাবেন তিনি।
Published By: Sandipta BhanjaPosted: 04:49 PM Nov 21, 2025Updated: 04:49 PM Nov 21, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
