-
- ফটো গ্যালারি
- এক নজরে
- Nandita roy shiboprosad mukherjee abir ritabhari koushani at bohurupi movie event
পুজোর বক্স অফিস কাঁপাতে তৈরি নন্দিতা-শিবপ্রসাদ জুটির ‘বহুরূপী’, পোস্টার লঞ্চে তারকারা
বাস্তব অবলম্বনে তৈরি ছবিটি।
Tap to expand
এবার পুজোর বড় রিলিজ নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় জুটির 'বহুরূপী'। সোমবার রাতে হয়ে গেল ছবির পোস্টার লঞ্চ।
Tap to expand
'ফাটাফাটি'র পর আবারও একসঙ্গে আবির চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী। ‘রক্তবীজ’ ছবিতে আবির হয়েছিলেন আইজি পঙ্কজ সিনহা। 'বহুরূপী'তে তিনি এসআই সুমন্ত ঘোষাল।
Tap to expand
পরিচালনার পাশাপাশি 'বহুরূপী'তে অভিনয়ও করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর চরিত্রের নাম বিক্রম। ঝিমলির ভূমিকায় নতুন এই ছবিতে অভিনয় করেছেন কৌশানী।
Tap to expand
সত্য ঘটনা অবলম্বনে তৈরি ‘বহুরূপী’। ছবির প্রেক্ষাপট ১৯৯৮ থেকে ২০০৩-২০০৫ সালের সময় জুড়ে।
Tap to expand
পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া একটি তাৎপর্যপূর্ণ ঘটনার উপর নির্ভর করেই গল্প সাজানো হয়েছে। জানিয়েছিলেন শিবপ্রসাদ।
Tap to expand
গত এপ্রিল মাসে ছবির শুটিং চলাকালীন গুরুতর আহত হন শিবপ্রসাদ। ৮ এপ্রিল হাসপাতালে থেকে বাড়ি ফেরেন পরিচালক-অভিনেতা।
Tap to expand
৩২ দিনের শুটিং, ৭৮ টি লোকেশন, ইউনিট মেম্বারদের অক্লান্ত পরিশ্রমে তৈরি ‘বহুরূপী’। পুজোর এই ছবি নিয়ে দর্শকদের বেশ প্রত্যাশা রয়েছে। নিজস্ব চিত্র।
Published By: Suparna MajumderPosted: 10:53 AM Aug 06, 2024Updated: 10:55 AM Aug 06, 2024
বাস্তব অবলম্বনে তৈরি ছবিটি।