Advertisement
দাউদাউ করে জ্বলছিল করাচি বন্দর! নৌসেনা দিবসে ভারতের গৌরবোজ্জ্বল অধ্যায়ের ছবি
কেরালার তিরুবনন্তপুরমে পালিত হয়েছে নৌবাহিনী দিবস।
ভারতীয় নৌবাহিনীর বীরত্ব, সাফল্য এবং অবদানের প্রতি সম্মান জানাতে প্রতি বছর ৪ ডিসেম্বর ভারতীয় নৌবাহিনী দিবস পালিত হয়। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে অপারেশন ট্রাইডেন্টকে স্মরণ করে এই দিনটি পালিত হয়। ছবি সংগৃহীত।
দেশের নৌ ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলিতে এই দিনটি নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়। এই দিন কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় এবং দেশবাসীর সামনে নৌবাহিনীর ক্ষমতা প্রদর্শন করা হয়। পুরো অনুষ্ঠানটি একটি উন্নত সশস্ত্র বাহিনী হিসেবে ভারতীয় নৌবাহিনীর দক্ষতাকে উপস্থাপন করে। ছবি সংগৃহীত।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, নৌবাহিনীর কর্মী, প্রবীণ সৈনিক এবং তাদের পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, "দেশ সেই সাহসী পুরুষ ও মহিলাদের সেলুট জানায় যাঁরা সাহস, সতর্কতা এবং অটল অঙ্গীকার নিয়ে আমাদের সামুদ্রিক সীমান্ত এবং দেশের স্বার্থ রক্ষা করেন।" ছবি সংগৃহীত।
সময়ের সঙ্গে সঙ্গে এই তারিখ পরিবর্তিত হয়েছে। ১৯৪৪ সালের ২১ অক্টোবর, রয়াল ইন্ডিয়ান নেভি তাদের প্রথম নৌবাহিনী দিবস পালন করে। ১৯৪৫ সালে, এটি মুম্বাই এবং করাচিতে ১ ডিসেম্বর পালিত হত। ভারতের স্বাধীনতার পর এবং ১৯৭২ সাল পর্যন্ত, ১৫ ডিসেম্বর পালিত হত এই দিন। ছবি সংগৃহীত।
৪ ডিসেম্বর নৌবাহিনী দিবস অপারেশন পালন হয় ট্রাইডেন্টকে স্মরণ করে। ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতীয় নৌবাহিনী করাচি বন্দরে পাকিস্তানি জাহাজগুলিতে ব্যাপক আক্রমণ করে এই অপারেশনের মাধ্যমে। ছবি সংগৃহীত।
অপারেশন ট্রাইডেন্টে, ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের বন্দর শহর করাচির কাছে তিনটি জাহাজ ডুবিয়ে দেয়। এই অভিযানের প্রধান লক্ষ্য ছিল সোভিয়েত ওসা ক্ষেপণাস্ত্র বোট। এই বোটগুলিতে ৪টি এসএস-এন-২ (পি-১৫) এসটিওয়াইএক্স ক্ষেপণাস্ত্র ছিল। ছবি সংগৃহীত।
আইএনএস কিলতান, কাচাল, নিপাট, নিঘট এবং বীর পাক রণতরী পিএনএস খাইবার ডুবিয়ে দেয়। এই ঘটনায় ২২২ পাকিস্তানি নাবিকের মৃত্যু হয়। অন্যদিকে পিএনএস মুহাফিজও ডুবিয়ে দেওয়া হয়। এই ঘটনায় ৩৩ পাকিস্তানি নাবিকের মৃত্যু হয়। ছবি সংগৃহীত।
Published By: Anustup Roy BarmanPosted: 05:28 PM Dec 04, 2025Updated: 05:28 PM Dec 04, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
