Advertisement
মেয়ে জন্মাতেই নিজেকে ১৫ কোটির ব্যাটম্যান গাড়ি উপহার নেইমারের, তবে চালাতেই পারবেন না রাস্তায়
নেইমার নিজেও ব্যাটম্যানের ভক্ত।
'প্রিন্স, হু নেভার বিকেম কিং', রোনাল্ডো-মেসির ফুটবল দুনিয়ায় নেইমারকে নিয়ে অনেকেই এই কথা বলে থাকেন। অনেকটা ক্রিস্টোফার নোলানের 'দ্য ডার্ক নাইট'-এর ব্যাটম্যানের মতো। যে নায়ক গোথাম শহরের প্রাপ্য নয়, কিন্তু প্রয়োজন। সেই ব্যাটম্যানের এতটাই ভক্ত নেইমার যে, কিনে ফেললেন একটা ব্যাটমোবিলই। দাম পড়ল 'মাত্র' ১৫ কোটি টাকা।
ব্যাটমোবিল বলতে ব্যাটম্যান যে গাড়িটা চালায়, সেই গাড়িটা। মিশমিশে কালো রং। ব্যাটম্যানের মতো যা অন্ধকারে মিশে যেতে পারে। সম্প্রতি ব্যাটম্যানের সেই গাড়িই কিনে ফেললেন নেইমার। আর সেটা যে সে গাড়ি নয়, ওয়ার্নার ব্রাদার্সের বানানো ১০টি বিশেষ গাড়ির মতো একটি। যার ডিজাইন নেওয়া হয়েছে নোলানের 'ডার্ক নাইট ট্রিলজি' থেকে।
ব্যাটম্যানের ৮৫তম বর্ষপূর্তি উপক্ষে এই গাড়িগুলো তৈরি করা হয়েছে। গাড়িটার আসল দাম ৩ মিলিয়ন ডলার। কিন্তু নেইমার বেশ সস্তাতেই ব্যাটমোবিল কিনেছেন। তিনি পকেট থেকে খসিয়েছেন 'মাত্র' ১.৮ মিলিয়ন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১৫ কোটি টাকা।
আসলে সদ্য চতুর্থবার বাবা হয়েছেন ব্রাজিলীয় মহাতারকা। নেইমার-ব্রুনো বিয়ানকার্ডির কোল আলো করে এসেছে এক কন্যাসন্তান। তার নাম রাখা হয়েছে মেল। মেয়ের জন্ম উপলক্ষে 'ইয়ে তৌফা খুদকো দিয়া' নেইমার।
নেইমারের কেনা ব্যাটমোবিলকে আরও বিশেষ করে তুলছে এর দারুণ দারুণ সব ফিচার। সিনেমার মতো এই গাড়িতেও 'স্মোক বোমা' রয়েছে। একটা ভুয়ো মেশিনগান বসানো আছে। আর আছে ব্যাটম্যান ও রবিনের বসার জন্য ককপিট।
এখানেই শেষ নয়। গাড়িটি লম্বায় ৪.৬৫ মিটার ও চওড়ায় ২.৮ মিটার। গোটা গাড়িটিতে স্টিলের মজবুত ফ্রেম রয়েছে, উপরে রয়েছে কার্বন ফাইবার ও কেভলারের মোড়ক। ৬.২ লিটার ভি৮ ইঞ্জিনে আছে ৫২৫ হর্সপাওয়ারের শক্তি।
Published By: Arpan DasPosted: 05:06 PM Jul 23, 2025Updated: 05:06 PM Jul 23, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
