Advertisement
৪ সন্তানের বাবা ধর্মেন্দ্র ছিলেন নাপসন্দ! কোন সুপারস্টারকে পাত্র হিসেবে চেয়েছিল হেমার পরিবার?
আশির দশকে ঘর বেঁধেছিলেন হেমা ও ধর্মেন্দ্র।
আশির দশকে ঘর বেঁধেছিলেন তাঁরা। কথা হচ্ছে বলিউডের 'ড্রিমগার্ল' হেমা মালিনী ও বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর। ২৪ নভেম্বর প্রয়াত হয়েছেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র।
ফিল্মি কেরিয়ারে 'সীতা আউর গীতা' থেকে 'শোলে'র মতো কালজয়ী ছবিতে নজর কেড়েছিলেন দর্শকের। তাঁর অভিনয়, গ্ল্যামার, সৌন্দর্য সবেতেই মুগ্ধ দর্শক। তাঁর অনুরাগীও অসংখ্য।
এখানেই শেষ নয়, কাজের পাশাপাশি হেমার ব্যক্তিগত জীবনও শিরোনামে উঠে এসেছে বারবার। বিবাহিত ধর্মেন্দ্রর সঙ্গে সম্পর্ক তৈরি করায় শিরোনামে উঠে এসেছিলেন হেমা।
দীর্ঘ দাম্পত্যজীবনে একে অপরকে পাশে পেয়েছিলেন। ধর্মেন্দ্রর সদ্যপ্রয়াণে শোকে কাতর হেমা বৃহস্পতিবার মনখারাপ করা এক পোস্ট করেছেন। কিন্তু জানেন কি, ধর্মেন্দ্র নন, বরং হেমার পরিবারের পছন্দ ছিল বলিউডের অন্য একজন অভিনেতাকে। কে ছিলেন তিনি?
বিবাহিত ও চার সন্তানের বাবা ধর্মেন্দ্রর প্রেমে মেয়ে হেমা হাবুডুবু খেলেও তাঁকে একেবারেই পছন্দ ছিল না হেমার বাবার। এমনকী ধর্মেন্দ্রকে হেমার বাবা এমনও বলেছিলেন যে, 'তুমি একজন বিবাহিত পুরুষ হয়ে কেন আমার মেয়ের সঙ্গ ত্যাগ করছ না?'
মেয়ের পাত্র হিসেবে বলিউডের স্বনামধন্য অভিনেতা জিতেন্দ্রকেই নাকি পছন্দ ছিল হেমার বাবার। কিন্তু সেই বিয়ে করতে চাননি হেমা নিজে।
Published By: Arani BhattacharyaPosted: 07:09 PM Nov 27, 2025Updated: 07:47 PM Nov 27, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
