Advertisement
লোকালয়ের কাছেই বাঘ! গভীর পায়ের ছাপ ঘিরে বাড়ছে শঙ্কা, রইল সেই ছবি
আতঙ্কে কাঁটা স্থানীয়রা, কড়া নজর রাখছেন বনকর্মীরা
ফের বাঘের আতঙ্ক পাথরপ্রতিমায়। সোমবার এলাকার ধানখেতে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা! আজ মঙ্গলবার একইভাবে বেশ কয়েকটি বাঘের ছাপ দেখা যায়। একেবারে গভীর সেই ছাপ। এরপরেই গোটা এলাকায় সতর্ক অবস্থান নিল বনদপ্তর। জঙ্গল লাগোয়া অঞ্চলে কোনও গ্রামবাসীকে যেতে দেওয়া হচ্ছে না। একেবারে কড়া নজর রাখছেন বনকর্মীরা।
বনকর্মীদের কথায়, পাথরপ্রতিমায় এক দ্বীপ থেকে অন্য দ্বীপে ঘুরে বেড়াচ্ছে বাঘটি। যার ফলে প্রত্যেকদিনই নতুন নতুন জায়গায় বাঘের ছাপ দেখা যাচ্ছে। যা নিয়ে বাড়ছে আতঙ্ক।
বন আধিকারিকরা জানাচ্ছেন, কে প্লটের পর রয়্যাল বেঙ্গল টাইগার নদী পার হয়ে সটান ঢুকে পড়েছে পাথরপ্রতিমা ব্লকের অন্তর্গত শ্রীধরপুর গ্রাম পঞ্চায়েতের উপেন্দ্রনগর এল প্লট এলাকায়। এই খবর পেয়েই তড়িঘড়ি গোবর্ধনপুর কোস্টাল থানা ও রামগঙ্গা বনদপ্তর কর্মীরা সক্রিয় হয়।
রামগঙ্গার রেঞ্জার অফিসার শেখ কবীর হোসেনের নেতৃত্বে ৮০ জনের কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে পৌঁছায়। বাঘ কোথায় লুকিয়ে রয়েছে তা জানতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। বিভিন্ন জায়গায় ইতিমধ্যে পাতা হয়েছে জালও। এমনকী তৈরি রাখা হয়েছে খাঁচাও।
লোকালয়ে বাঘটি বেরিয়ে না আসতে পারে সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, নদীর বাঁধ বরাবর গোটা এলাকায় নাইলনের জাল ঘিরে দেওয়া হয়েছে। কিন্তু এরপরেও আতঙ্ক কাটছে না সাধারণের। সন্ধ্যা নামতেই বাড়ির দরজায় খিল দিচ্ছেন সাধারণ মানুষজন। কেউ বের হচ্ছেন না।
Published By: Kousik SinhaPosted: 12:57 PM Dec 02, 2025Updated: 01:02 PM Dec 02, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
